Tranding

02:54 PM - 01 Dec 2025

Home / Other Districts / কে একটা ভাইপো আছে তাঁর চারতলা বাড়ি, কোভিড মামলায় বিচারপতি গাঙ্গুলী

কে একটা ভাইপো আছে তাঁর চারতলা বাড়ি, কোভিড মামলায় বিচারপতি গাঙ্গুলী

শুক্রবার কোভিডে মৃত্যু নিয়ে ক্ষতিপূরণের মামলা। ২০২০ সালের ১ অগস্ট কোভিডে মৃত্যু হয়েছিল উত্তর চব্বিশ পরগনার নালাবরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতি কুমার সরকারের। তাঁর মৃত্যুর পর কমপেনসেটরি গ্রাউন্ডে তাঁর স্ত্রী চাকরি পাবেন বলে আশা করেছিলেন। তা না পেয়ে বিভূতি বাবুর বিধবা স্ত্রী দীপ্তি সরকার হাইকোর্টে মামলা করেছেন। তাঁর দুই সন্তান রয়েছে। তাঁদের নিয়ে সংসার চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন।

কে একটা ভাইপো আছে তাঁর চারতলা বাড়ি, কোভিড মামলায় বিচারপতি গাঙ্গুলী

কে একটা ভাইপো আছে তাঁর চারতলা বাড়ি, কোভিড মামলায় বিচারপতি গাঙ্গুলী 

 
Sep 24, 2023 

 অনেকে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  পর্যবেক্ষণ মণিমুক্তোর মতো। মামলা যে বিষয়েই থাকুক তিনি ইদানীং সেখান থেকে অন্য প্রসঙ্গ জুড়ে এমন পর্যবেক্ষণ জানাচ্ছেন যা সহজে ডিজিটাল মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে।

শুক্রবার কোভিডে মৃত্যু নিয়ে ক্ষতিপূরণের মামলা। ২০২০ সালের ১ অগস্ট কোভিডে মৃত্যু হয়েছিল উত্তর চব্বিশ পরগনার নালাবরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতি কুমার সরকারের। তাঁর মৃত্যুর পর কমপেনসেটরি গ্রাউন্ডে তাঁর স্ত্রী চাকরি পাবেন বলে আশা করেছিলেন। তা না পেয়ে বিভূতি বাবুর বিধবা স্ত্রী দীপ্তি সরকার হাইকোর্টে মামলা করেছেন। তাঁর দুই সন্তান রয়েছে। তাঁদের নিয়ে সংসার চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন।

সেই মামলার শুনানিতে এদিনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, চোলাই মদ খেয়ে মারা গেলে ২ লক্ষ টাকা। তাহলে কোভিডে মারা গেলে ক্ষতিপূরণ কত? আদৌ কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি।

এই মামলা প্রসঙ্গেই এদিন তাঁর পর্যবেক্ষণে বিচারপতি হলেন, “কে একটা ভাইপো আছে তার বাড়ি চারতলা। কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা?” ভাইপো বলতে এদিন কারও নাম স্পষ্ট করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।

একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আবার তার আগে তিনি এক টেলিভিশনে সাক্ষাৎকারে অভিষেককে হুঁশিয়ারিও দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ওই মামলা সরিয়ে দেওয়া হয়েছিল।

সেই মামলার সঙ্গে এদিনের মামলার কোনও সম্পর্ক নেই। কোভিডের ক্ষতিপূরণের সঙ্গে ভাইপোর চার তলার বাড়ির সম্পর্ক রয়েছে কিনা স্পষ্ট নয়।

Your Opinion

We hate spam as much as you do