গতকাল সন্ধ্যেতে নিজস্ব রেশন দোকান বন্ধ করে তিঁনি নিজের বাড়ি ফেরার সময় অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরই তৃণমূল নেতা নেপাল সাহার মৃত্যুর ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ, এরপরই মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
কান্দিতে তৃণমূল নেতা রেশন ডিলার খুন , চাঞ্চল্য
শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দি থানার আদি সন্তোষপুর এলাকায় তৃণমূল নেতাকে গুলিকে করে খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম বছর ৪৬-এর নেপাল সাহা।খুন নিশ্চিত করতে কোপানোর পর গুলি
গতকাল সন্ধ্যেতে নিজস্ব রেশন দোকান বন্ধ করে তিঁনি নিজের বাড়ি ফেরার সময় অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরই তৃণমূল নেতা নেপাল সাহার মৃত্যুর ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ, এরপরই মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দোষীদের তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, নেপাল সাহা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে তার স্ত্রী ওই এলাকার পঞ্চায়েত সদস্যা। রাজনৈতিক আক্রোশের ফলে এই খুন বলে মনে করছে তৃণমূল নেতা নেপাল সাহার পরিবারের সদস্যরা যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে কিছু বলা হয়নি। তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তৃণমূল নেতৃত্ব এবং পরিবারের সদস্যরা।
We hate spam as much as you do