লুলার উপর বর্তমান দক্ষিণপন্থী রাষ্ট্রপতি বলসেনারোর পক্ষ থেকে যে আইনী ও রাজনৈতিক বাধা অারোপ করা হয়েছিল তা একপ্রকার বাতিল হয়ে গেল
ব্রাজিলে লুলা নির্দোষ প্রমাণিত
ব্রাজিলের প্রাক্তন বামপন্থী রাষ্ট্রপতি লুলার বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা গুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে রায় দিয়ে নাকচ করে দেন সে দেশের সুপ্রীম কোর্ট। এর ফলে লুলার উপর বর্তমান দক্ষিণপন্থী রাষ্ট্রপতি বলসেনারোর পক্ষ থেকে যে আইনী ও রাজনৈতিক বাধা অারোপ করা হয়েছিল তা একপ্রকার বাতিল হয়ে গেল এবং আগামী ২০২২এর রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতার ছাড়পত্র পেলেন ।
২০১৮ সালে লুলা আইনী বাধা পান ও তৎকালীন ব্রাজিল সুপ্রীম কোর্টের বিচারপতি সার্গিও মোরো তাকে নির্বাচনে লড়ার অনুমতি দেন নি। , পরবর্তী কালে সেই বিচারপতি বলসোনারো সরকারের মন্ত্রী হন। এর থেকে বোঝা যায় বিচারপতিদের একাংশ বর্তমান রাষ্ট্রপতি বলসেনারোর সম্পর্ক ।
We hate spam as much as you do