Tranding

02:43 PM - 01 Dec 2025

Home / Other Districts / পুজো কার্নিভাল! ধর্না বন্ধের কড়া নির্দেশে প্রশাসন । বসছেন না বঞ্চিত চাকরিপ্রার্থীরা 

পুজো কার্নিভাল! ধর্না বন্ধের কড়া নির্দেশে প্রশাসন । বসছেন না বঞ্চিত চাকরিপ্রার্থীরা 

আন্দোলনরত চাকরিপার্থী  জানিয়েছেন, “আগামিকাল গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি ধর্না বসছে না। যেহেতু কার্নিভাল রয়েছে , আইন শৃঙ্খলার প্রশ্ন রয়েছে, হাই সিকিউরিটির বিষয়… তাই আগামিকাল ধর্নায় না বসার এই প্রশাসনিক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। যথারীতি পরশু অর্থাৎ ৯ তারিখ থেকে আবার ধর্না চলবে, যতদিন নিয়োগপত্র না পাচ্ছি।”

পুজো কার্নিভাল! ধর্না বন্ধের কড়া নির্দেশে প্রশাসন । বসছেন না বঞ্চিত চাকরিপ্রার্থীরা 

 পুজো কার্নিভাল! ধর্না বন্ধের কড়া নির্দেশে প্রশাসন । বসছেন না বঞ্চিত চাকরিপ্রার্থীরা 


Oct 07, 2022

আন্দোলনের আজ ৫৭২ দিন অতিক্রান্ত। এদিকে শনিবার (আগামিকাল) শহরে পুজোর কার্নিভাল রয়েছে। গান্ধীমূর্তির পাদদেশে যে ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই পুজোর কার্নিভাল। তাই তাঁদের আগামিকাল ধর্নায় না বসার জন্য পুলিশের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল। এই নির্দেশে চারিদিকে নিন্দার ঝড় ওঠে। কিন্তু বর্তমানে সরকারের সঙ্গে কোনও বিরোধে যেতে চাইছেন না আন্দোলনকারীরা। তাই আগামিকাল গান্ধীমূর্তির পাদদেশে এসএসএসটি চাকরিপ্রার্থীরা ধর্নায় না বসার সিদ্ধান্ত নিয়েছে।

 

আন্দোলনরত চাকরিপার্থী  জানিয়েছেন, “আগামিকাল গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি ধর্না বসছে না। যেহেতু কার্নিভাল রয়েছে , আইন শৃঙ্খলার প্রশ্ন রয়েছে, হাই সিকিউরিটির বিষয়… তাই আগামিকাল ধর্নায় না বসার এই প্রশাসনিক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। যথারীতি পরশু অর্থাৎ ৯ তারিখ থেকে আবার ধর্না চলবে, যতদিন নিয়োগপত্র না পাচ্ছি।”

এর আগেও একাধিকবার ছেদ
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও প্রশাসনিক বা সরকারি কর্মকাণ্ডের কারণে একাধিকবার ছেদ পড়েছে আন্দোলনে। বিশেষ করে ১৫ অগস্ট (স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে) কিংবা রেড রোডে যখনই কোনও অনুষ্ঠান থাকে, তখনই প্রশাসনের নির্দেশে বিরতি টানতে হয়েছে আন্দোলনে।

Your Opinion

We hate spam as much as you do