Tranding

03:45 PM - 01 Dec 2025

Home / Other Districts / ‘RG নয়, দাবি KAR ’,বৃষ্টি মাথায় ডাক্তারদের মহামিছিল রাজপথ স্লোগানে মুখরিত

‘RG নয়, দাবি KAR ’,বৃষ্টি মাথায় ডাক্তারদের মহামিছিল রাজপথ স্লোগানে মুখরিত

‘আর্জি নয়, দাবি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত মিছিল সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবনের দিকে এগোয়। প্রথমে নবান্ন, তারপর কালীঘাট একই ঘটনার পুনরাবৃত্তি। কিছুতেই জট কাটছে না।

‘RG নয়, দাবি KAR ’,বৃষ্টি মাথায় ডাক্তারদের মহামিছিল রাজপথ স্লোগানে মুখরিত

‘RG নয়, দাবি KAR ’,বৃষ্টি মাথায় ডাক্তারদের মহামিছিল রাজপথ স্লোগানে মুখরিত

 Sep 15, 2024 


মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বারবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে লাইভ স্ট্রিমিং। দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবনের সামনে অবস্থানের ৬ দিন অতিক্রান্ত। রবিবার জুনিয়র ডাক্তারদের ডাকে মিছিল শুরু হল বৃষ্টি ভেজা তিলোত্তমার পথে। বৈঠক নিয়ে সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। করুণাময়ী, ধর্মতলা, যাদবপুর শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত করে ডাক্তারদের মিছিলে মিশেছে নাগরিক সমাজ। 

‘আর্জি নয়, দাবি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত মিছিল সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবনের দিকে এগোয়। প্রথমে নবান্ন, তারপর কালীঘাট একই ঘটনার পুনরাবৃত্তি। কিছুতেই জট কাটছে না। 

শুধু তাই নয় কলকাতার একাধিক জায়গায় বৃষ্টি উপেক্ষা করে মিছিলে সামিল হয়েছেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। করুণাময়ী থেকে নার্সদের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। 

উল্লেখ্য, শনিবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে ফিরে জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেন , নিজেদের পাঁচদফা দাবি উপর দাঁড়িয়ে আগামী দিনেও তাঁরা খোলা মনেই আলোচনা চান। কিন্তু সচ্ছিদা দেখাতে হবে রাজ্য সরকারকে। তাঁদের অভিযোগ, দেরির অজুহাত দিয়ে এদিনের বৈঠক ভেস্তে দিয়েছে রাজ্য। ফলে দরকার হলে আরও ৩৫ দিন তাঁরা রাস্তায় থাকবেন।

Your Opinion

We hate spam as much as you do