Tranding

02:17 PM - 01 Dec 2025

Home / Others / মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করল ED বেআইনি বালি খাদান মামলায় অভিযুক্ত

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করল ED বেআইনি বালি খাদান মামলায় অভিযুক্ত

হানি ও কুরদারদীপ সিং হলেন প্রোভাইডারস ওভারসিস কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টার। ২০১৮ সালে বেআইনি কয়লা খনি মামলায় এই সংস্থার দফতরে জানুয়ারি মাসের ১৯ তারিখ তল্লাশি চালিয়েছিল ইডির গোয়েন্দারা।

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করল ED বেআইনি বালি খাদান মামলায় অভিযুক্ত

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করল ED বেআইনি বালি খাদান মামলায় অভিযুক্ত
 

সামনেই ভোট। চলছে জোর প্রচার। তার মধ্যেই তোলপাড় পাঞ্জাবের রাজনীতি। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপেন্দ্র সিং হানিকে গ্রেফতার করল ইডি। বেআইনি বালি খাদান মামলায় অভিযুক্ত ভূপেন্দ্র।

মুখ্যমন্ত্রীর ধৃত ভাইপো ভূপেন্দ্র সিং হানিকে আদালতে পেশ করা হবে। তাঁকে নিজেদের হেফাজতে চাইবে ইডি।

ভূপেন্দ্রসিং হানি ও কুরদারদীপ সিং হলেন প্রোভাইডারস ওভারসিস কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টার। ২০১৮ সালে বেআইনি কয়লা খনি মামলায় এই সংস্থার দফতরে জানুয়ারি মাসের ১৯ তারিখ তল্লাশি চালিয়েছিল ইডির গোয়েন্দারা। তার আগে লুধিয়ানা, ফতেহগড় সাহেব, রূপনগর এবং পাঠানকোট জেলায় ভূপিন্দর সিংয়ের সম্পত্তিতে তল্লাশি চালায়। মোহালিতে ৬ জন খনি শ্রমিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। ভূপেন্দর সিং এবং তাঁর ব্যবসায়িক অংশীদার সন্দীপ কুমারের কাছ থেকে খনি বিষয়ক বেশ কিছু নথি, মোবাইল ফোন সহ সম্পত্তি লেনদেন, ২১ লাখ টাকা মূল্যের সোনা ও ১২ লক্ষ টাকার রোলেক্স ঘড়ি, এবং নগদ ১০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি।

এছাড়াও তল্লাশিতে, ২০১৯-২০ সালের জন্য প্রোভাইডার ওভারসিজ কনসালট্যান্টের আর্থিক রেকর্ডও মিলেছে। দেখায় যাচ্ছে সংস্থার মোট আয় ১৮.৩৮ লাখ টাকা, তবে রেকর্ডে রয়েছে খরচ মেটানোর পরও ৪.৭৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সুত্র ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা 

Your Opinion

We hate spam as much as you do