Tranding

06:19 PM - 01 Dec 2025

Home / Other Districts / মন্ত্রীদের বাড়ির সঙ্গেই হালিশহর - কাঁচড়াপাড়ায় হানায় CBI

মন্ত্রীদের বাড়ির সঙ্গেই হালিশহর - কাঁচড়াপাড়ায় হানায় CBI

যে সময় পুর-নিয়োগ দুর্নীতির মামলা হয়েছিল, সেই সময় হালিশহর পুরসভার পুরপ্রধান ছিলেন তৃণমূলের অংশুমান রায়। একই সময়ে কাঁচরাপড়া পুরসভার পুরপ্রধান ছিলেন সুদামা রায়। এদিন সকাল থেকে দু'জনের বাড়িতেই হানা দেয় সিবিআই।

মন্ত্রীদের বাড়ির সঙ্গেই হালিশহর - কাঁচড়াপাড়ায় হানায় CBI

মন্ত্রীদের বাড়ির সঙ্গেই হালিশহর - কাঁচড়াপাড়ায় হানায় CBI

08 Oct 2023 

ফিরহাদ হাকিম , মদন মিত্রের  বাড়ির সঙ্গেই হালিসহর -কাঁচরাপাড়াতেও হানা দিল সিবিআই। পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই হালিশহর-কাঁচরাপাড়ায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে পৌঁছল সিবিআই আধিকারিকরদের একটি দল। পাশাপাশি কাঁচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

 

যে সময় পুর-নিয়োগ দুর্নীতির মামলা হয়েছিল, সেই সময় হালিশহর পুরসভার পুরপ্রধান ছিলেন তৃণমূলের অংশুমান রায়। একই সময়ে কাঁচরাপড়া পুরসভার পুরপ্রধান ছিলেন সুদামা রায়। এদিন সকাল থেকে দু'জনের বাড়িতেই হানা দেয় সিবিআই। এর আগে কাঁচরাপাড়া পুরসভার আধ ঘণ্টারও বেশি তল্লাশি চালিয়েছিল আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই পুরসভার এক কর্মী, মিজানুর রহমানের বাড়িতেও যান ইডি আধিকারিকরা। কিন্তু তাঁকে বাড়িতে না পেয়ে নোটিস দিয়ে এসেন। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে এবার অভিযান চালাতে এলেন সিবিআই আধিকারিকরা। বস্তুত, এদিন একযোগে ১২ জায়গায়  হানা দেন সিবিআই আধিকারিকরা। ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ি ছাড়াও ১০ জায়গায় তল্লাশি চালাচ্ছেন তাঁরা। হালিশহর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর, নিউ ব্যারাকপুর, টাকি, টিটাগড়-সহ একাধিক জায়গায় পৌঁছে যায় সিবিআই। সূত্রের খবর, তাঁদের নজরে রয়েছেন বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানরা। হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে তল্লাশি চলছে। কাঁচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও অভিযান চলছে। কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহাকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতেও পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
 

রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে পুরমন্ত্রীর বাড়িতে ঢোকে সিবিআই। আধঘণ্টা পর সকাল পৌনে দশটা নাগাদ মদন মিত্রের বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়ের থেকে মেলা তথ্যের ভিত্তিতেই কি পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডি-র থেকে পাওয়া সেই তথ্যের ভিত্তিতেই ফিরহাদকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের? ২০১৭-২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের অধীন ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। বর্তমানে হুগলি রিভার ব্রিজ কমিশনের সচিব জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়, খবর সূত্রে।

Your Opinion

We hate spam as much as you do