Tranding

01:43 PM - 01 Dec 2025

Home / World / প্রেসিডেন্ট মিগুয়েল কিউবা -কমিউনিস্ট-পার্টির শীর্ষ নেতৃত্ব হলেন

প্রেসিডেন্ট মিগুয়েল কিউবা -কমিউনিস্ট-পার্টির শীর্ষ নেতৃত্ব হলেন

রাউল কাস্ত্রোর জায়গায় কিউবার নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল মনোনীত হয়েছিলেন দেশটির পার্লমেন্ট থেকে।কিউবায় বিপ্লবের সময়ের প্রজন্ম এখন তাঁর হাতে নেতৃত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চাইছেন।

প্রেসিডেন্ট মিগুয়েল কিউবা -কমিউনিস্ট-পার্টির শীর্ষ নেতৃত্ব হলেন

প্রেসিডেন্ট মিগুয়েল কিউবা -কমিউনিস্ট-পার্টির শীর্ষ নেতৃত্ব হলেন

কিউবার কমিউনিস্ট পার্টির ফাস্ট সেক্রেটারি নির্বাচিত হলেন মিগুয়েল দিয়াজ কানেল। কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেস ১৪ জন পলিতব্যুরো , নয়জন পুনিরবাচিত এবং পাঁচ জন নতুন। তিনি কিউবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন ২০১৮ থেকে ।

প্রায় ছয় দশক পর কাস্ত্রো পরিবারের বাইরের নেতৃত্বের কিউবা কিভাবে এগুবে, তা নিয়ে এখন অনেক আলোচনা রয়েছে।

৮৮ বছর বয়সী রাউল কাস্ত্রো অবসরে যাচ্ছেন।

রাউল কাস্ত্রো  ২০০৮ সালে তার ভাই ফিদেল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। রাউল কাস্ত্রো প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক গড়ে তা এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। তিনি দেশের ভিতরেও বেশ কিছু সংস্কার কর্যক্রম শুরু করেছিলেন।

এর  আগে  রাউল কাস্ত্রোর জায়গায় কিউবার নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল মনোনীত  হয়েছিলেন দেশটির পার্লমেন্ট থেকে।কিউবায় বিপ্লবের সময়ের প্রজন্ম এখন তাঁর হাতে নেতৃত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চাইছেন।

প্রেসিডেন্ট মিগুয়েল কিউবা -কমিউনিস্ট-পার্টির শীর্ষ নেতৃত্ব হলেন

কিউবার কমিউনিস্ট পার্টির ফাস্ট সেক্রেটারি নির্বাচিত হলেন মিগুয়েল দিয়াজ কানেল। কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেস ১৪ জন পলিতব্যুরো , নয়জন পুনিরবাচিত এবং পাঁচ জন নতুন। তিনি কিউবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন ২০১৮ থেকে ।

প্রায় ছয় দশক পর কাস্ত্রো পরিবারের বাইরের নেতৃত্বের কিউবা কিভাবে এগুবে, তা নিয়ে এখন অনেক আলোচনা রয়েছে।

৮৮ বছর বয়সী রাউল কাস্ত্রো অবসরে যাচ্ছেন।

রাউল কাস্ত্রো  ২০০৮ সালে তার ভাই ফিদেল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। রাউল কাস্ত্রো প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক গড়ে তা এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। তিনি দেশের ভিতরেও বেশ কিছু সংস্কার কর্যক্রম শুরু করেছিলেন।

 রাউল কাস্ত্রোর জায়গায় কিউবার নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল মনোনীত হয়েছিলেন দেশটির পার্লমেন্ট থেকে।কিউবায় বিপ্লবের সময়ের প্রজন্ম এখন তাঁর হাতে নেতৃত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চাইছেন।

কে এই দিয়াজ কানেল?

মিগুয়েল দিয়াজ কানেল কিউবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৩ সালে।তার আগে পর্যন্ত তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির রাজনীতিতে থাকলেও নিজেকে সেভাবে প্রকাশ করতেন নাতবে তিনি প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর খুবই কাছের মানুষ। ৬১ বছর বয়স্ক মিগুয়েল দিয়াজ কানেল উদারপন্থী হিসেবেও পরিচিত। তাঁর জন্ম ১৯৬০ সালে। আগে কিউবায় ফিদেল কাস্ত্রো প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রকাশ করেন।

কিউবার নতুন নেতা মিগুয়েল দিয়াজ কাস্ত্রো ইলেকট্রিক্যাল ইনজিনিয়ারিং এ লেখাপড়া করেছেন। বিশ বছর আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির যুব সংগঠনের মাধ্যমে রাজনীতিতে এসেছিলেন।

২০১৮ সালে কিউবার পার্লামেন্ট তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে।।অবশ্যই তিনি ১৯৫৯ কিউবার মহান বিপ্লবে অংশগ্রহণ করার সুযোগ পাননি ।

Your Opinion

We hate spam as much as you do