Tranding

03:14 PM - 01 Dec 2025

Home / Article / "শুধুমাত্র মহিলা বলেই”: আন্তর্জাতিক নারী দিবস ও কিছু ভাবনা

"শুধুমাত্র মহিলা বলেই”: আন্তর্জাতিক নারী দিবস ও কিছু ভাবনা

একটা শব্দ খুব শোনা যায় এই প্রসঙ্গে-  উদযাপন । ভাবছিলাম কি উদযাপন করে থাকি এই তথাকথিত আন্তর্জাতিক নারী দিবসে/সপ্তাহে ? পাইয়ে দেওয়ার অপমান? সমানাধিকার অর্জনের লড়াইকে ভুলিয়ে দিতে বাজারের 'অফার 'লুফে নেওয়ার পরোক্ষ অসম্মান?

"শুধুমাত্র মহিলা বলেই”: আন্তর্জাতিক নারী দিবস ও কিছু ভাবনা

“শুধুমাত্র মহিলা বলেই”: আন্তর্জাতিক নারী দিবস ও কিছু ভাবনা

কয়েকদিন যাবৎ দুটো  ব্যাপার  বেশ ভাবাচ্ছে । I আন্তর্জাতিক  নারী দিবসের  প্রাক্কালে ভাবনাগুলি একটু
বিশ্লেষনের চেষ্টা  করি I
একট ভাবনার মূলে আছে একট আপাত ,নিরীহ বাজারি বিজ্ঞাপন চমক, মুঠোফোনের ব্যাক্তিগত পরিসরে নামী একটা চশমা বিপণীর তরফে আলতো করে ভাসিয়ে দেয় বার্তা : আপনি মহিলা বলে মার্চ মাসের একটি বিশেষ দিনে আপনার চশমার দাম বেশ কিছুটা কমিয়ে দেওয়া হল। শুধুমাত্র মহিলা বলেই টেলিভিশনের পর্দায় আন্তর্জালক ই-বাজারে বা বহুল প্রচারিত দৈনিকের রঙিন বিজ্ঞাপনি প্রথম পাতায়  (যা দিয়ে আসল খবরের মুখ ঢেকে দেওয়া যায় অনায়াসে) এমন অনেক অফার মার্চ মাসের প্রথম সপ্তাহে ছুঁড়ে দেওয়া হয় মহিলাদের উদ্দেশ্যে,  বার্তা একই থাকে পন্য বদলে বদলে যায়। বাড়ি গাড়ি গয়না পোষাক থেকে শুরু করে রান্নার মশলা অবধি সাজিয়ে দেওয়া হয় মেয়েদের সামনে 'ডিসকাউন্ট'এ। মার্চ মাসের প্রথম সপ্তাহে তারা সস্তায় মনপসন্দ খাওয়া দাওয়া করতে পারে আশ মিটিয়ে । পার্লারে ঢুকে কম খরচে আরও সুন্দরী হয়ে উঠতে পারে। এমনকি বিশেষ পুরস্কারও পাওয়া যাচ্ছে আজকাল । মহিলা হওয়া সত্ত্বেও সফল হওয়ার পুরস্কার (মায়েরাও পাচ্ছেন কেউ কেউ) 
একটা শব্দ খুব শোনা যায় এই প্রসঙ্গে-  উদযাপন । ভাবছিলাম কি উদযাপন করে থাকি এই তথাকথিত আন্তর্জাতিক নারী দিবসে/সপ্তাহে ? পাইয়ে দেওয়ার অপমান? সমানাধিকার অর্জনের লড়াইকে ভুলিয়ে দিতে বাজারের 'অফার 'লুফে নেওয়ার পরোক্ষ অসম্মান? শ্রমের মূল্য চাইবার কথা ভুলে গিয়ে সস্তায় গৃহসজ্জা ও রন্ধনসামগ্রী পেয়ে খুশি হবার সুক্ষ অপমান ? 
এই অপমান, অসম্মানের সুত্রেই দ্বিতীয় ভাবনা এবং তা ঠিক সূক্ষ্ম নয় বরং অতি স্থুল , চলতি বাংলায় 'গোদা ' সাম্প্রতিক অতীতের কিছু অত্যন্ত অপমানজনক  (অ) রাজনৈতিক মন্তব্যের প্রেক্ষিতে,রাজনীতির ক্ষেত্রে শুধুমাত্র মহিলা বলেই কিছু মন্তব্য উড়ে আসে কর্মী ও নেতাদের উদ্দেশ্যে , চেহারা, পোষাক ,পেশা ,যাপন সম্পর্কিত মন্তব্য,  তাদের পুরুষ সহকর্মীদের সম্পর্কে অবশ্য এই মন্তব্যকারিরা নীরব। শুধুমাত্র মহিলা বলেই অনায়াসে কটুক্তি করা যায় , বিচারসভা বসিয়ে দেওয়া যায় , ধর্ষণের শাস্তিও ঘোষনা করা চলে অনায়াসেই যাবতীয় ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার বিষ অতি সহজেই উগরে দেওয়া চলে মহিলাদের বিরুদ্ধে । যতদিন না এই অসম লিঙ্গভিত্তিক বিভাজন ও অসম্মান বন্ধ হবে,ততদিন সারা বছর নারীশক্তির শত উদযাপনেও কি প্রকৃত ছবিটা পাল্টাবে ? 
মুঠো ফোনে উপচে পড়া নারী দিবসের শুভেচ্ছাবার্তা ,গান , কবিতা , ছবিও পাঠান কত বন্ধু , কিন্তু আসল বার্তাটাই যে না বলা থেকে যায় ? খুব সহজ বার্তা - আনুষ্ঠানিক উদযাপন নয়, পুরস্কারও নয় , ডিসকাউন্ট তো নয়ই- নারী দিবস সমতার কথা বলুক, সম্মানের কথা বলুক,ক্ষমতার কথা বলুক। 'অফার'নয় , অর্জনের কথা বলুক , পিঠ চাপড়ানোর মধ্যে লুকিয়ে থাকা খুব সূক্ষ্ম অপমানগুলো চিনতে শেখাক , অসম্মানের বিরুদ্ধে ভাষা দিক।

Your Opinion

We hate spam as much as you do