ঘূর্ণিঝড়, দফায় দফায় টর্নেডো, বজ্রপাত! এবার দোড়গোড়ায় এসেছে নিম্নচাপ । তার সঙ্গে জুড়েছে কোটালের ভয় । একদিকে অমাবস্যার কটাল। তার সঙ্গে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। মোহনায় সকাল থেকেই শুরু হয়েছে জোয়ার
আবার এক দুর্যোগের সামনে বাংলা ! বাংলার বেশ কয়েক জেলাকে সতর্ক আবহাওয়া দফতরের
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবার শক্তি বাড়িয়ে তা পরিণত হচ্ছে নিম্নচাপে। পরে তা আরও শক্তি বাড়াতে পারে। সোমবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টিবাদলার দাপট ।
একের পর এক দুর্যোগের সম্মুখীন বাংলা। ঘূর্ণিঝড়, দফায় দফায় টর্নেডো, বজ্রপাত! এবার দোড়গোড়ায় এসেছে নিম্নচাপ । তার সঙ্গে জুড়েছে কোটালের ভয় । একদিকে অমাবস্যার কটাল। তার সঙ্গে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। মোহনায় সকাল থেকেই শুরু হয়েছে জোয়ার।দিঘাতে সকাল থেকেই উত্তাল সমুদ্র। ভরা কটালের সময় এলে ঢেউ বাড়বে বলে মনে করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবার শক্তি বাড়িয়ে তা পরিণত হচ্ছে নিম্নচাপে। পরে তা আরও শক্তি বাড়াতে পারে। সোমবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টিবাদলার দাপট । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গভীর নিম্নচাপ হলে দমকা বাতাস বইতে পারে।
আবহাওয়া দফতরের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এক দফা শক্তি বাড়িয়েছে। নিম্নচাপ রূপে অবস্থান করছে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ আরও একটু শক্তি বাড়াবে আগামিকাল, শনিবারের মধ্যেই। নিম্নচাপ ওড়িশা হয়ে স্থলভাগের দিকে ঢুকবে। তারপর মধ্যভারতের দিকে এগিয়ে যাবে। অনেক বেশি বিপর্যয় হওয়ার আশঙ্কা ওড়িশা, ছত্তিশগড়ে।
পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলি বিপজ্জনক হতে পারে। সুন্দরবন, হিঙ্গলগঞ্জ, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা নিয়ে চিন্তা রয়েছে। এই এলাকাগুলিতে ইয়াসের কারণে যে বাঁধ ভেঙেছিল, তা সম্পূর্ণ মেরামতি করা সম্ভব হয়নি। এরই মধ্যে আবার যদি কোটাল হয় বিরাট সমস্যা হবে
অমাবস্যার প্রভাব থাকবে। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলে, ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। যদি পূর্বদিক কিংবা দক্ষিণ পূর্ব দিকে বাতাস বয়ে যায়, তাহলে জলোচ্ছ্বাসের উচ্চতা বাড়তে পারে।
শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রামে। এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
We hate spam as much as you do