হাওয়া অফিসের পূর্বাভাস, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, এই পরিস্থিতি ১৫ এপ্রিল পর্যন্ত বজায় থাকবে৷ তবে এ বছরের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় আলাদা বলেই জানাচ্ছেন আবহবিদরা৷
১৫ এপ্রিল পর্যন্ত ভয়ানক দাবদাহে পুড়বে বাংলা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
APRIL 11, 2023,
কালবৈশাখী এখনই হচ্ছে না। বরং দাবদাহে দভবন্ধ পরিবেশ থাকছে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের আরও সতর্কবার্তা, ১৫ এপ্রিলের আগে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচ দিন গরম আরও বাড়বে৷ সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে৷
হাওয়া অফিসের পূর্বাভাস, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, এই পরিস্থিতি ১৫ এপ্রিল পর্যন্ত বজায় থাকবে৷ তবে এ বছরের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় আলাদা বলেই জানাচ্ছেন আবহবিদরা৷
আবহাওয়া দফতরের তথ্য বলছে, গত ১ এপ্রিল শেষ বার বৃষ্টি হয়েছিল৷ এরপর থেকে আর রাজ্যে বৃষ্টি হয়নি৷ লম্বা শুষ্ক আবহাওয়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তাপমাত্রা বাড়লে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হলেও তাপপ্রবাহের সম্ভাবনা এখনই নেই বলে জানাচ্ছেন আবহবিদরা। অন্যান্য বছরেও এপ্রিল মাসে তাপমাত্রা বেড়েছে, কিন্তু এরকম টানা গরম পড়েনি বলেই জানিয়েছেন আবহবিদরা।
আবহবিদদের পরামর্শ, বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোই ভাল৷ বাইরে বেরলেও বেশিক্ষণ রোদে না থাকা, হাল্কা পোশাক পরার পরামর্শ িদচ্ছেন আবহবিদরা৷
এই ধরনের আবহাওয়া বেশিক্ষণ চড়া রোদে বাইরে থাকলে হিট বেরনোর আশঙ্কা থাকে৷ একই সঙ্গে হিট র্যাশ, মাথা ঘোরা, বমি ভাবের মতো সমস্যাও দেখা দিতে পারে৷
We hate spam as much as you do