Tranding

05:17 PM - 01 Dec 2025

Home / Other Districts / NIA’র হাতে গ্রেপ্তার মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী

NIA’র হাতে গ্রেপ্তার মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী

কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে থাকতে শুরু করেন। একটি গোডাউনের কাজ করতেন তিনি। সেখানকার কাজের আড়ালে মাওবাদী কার্যকলাপ চালাতেন তিনি। গোপন সূত্র মারফত বিষয়টা জানতে পারেন এনআইএ আধিকারিকরা। এরপরই শুরু হয় নজরদারি।

NIA’র হাতে গ্রেপ্তার মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী

NIA’র হাতে গ্রেপ্তার মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী

২০শে সেপ্টেম্বর ২২

সূত্রের খবর, বাম আমলেই মাওবাদী কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন সম্রাট চক্রবর্তী। তিনি কিষেনজির ঘনিষ্ট বলেই খবর। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কলকাতার দায়িত্ব ছিল তাঁর উপর। সিঙ্গুর ও নন্দীগ্রামে মাওবাদীদের যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সম্রাট। ২০১৬ সালে চলে যান অসমে। সেখানেই কাজ করতেন। গ্রামে গ্রামে গিয়ে মাওবাদী কার্যকলাপ নিয়ে বাসিন্দাদের বোঝাতেন সম্রাট।

 

সেখানে গ্রেপ্তার শুরু হতেই কলকাতায় চলে আসেন সম্রাট চক্রবর্তী। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে থাকতে শুরু করেন। একটি গোডাউনের কাজ করতেন তিনি। সেখানকার কাজের আড়ালে মাওবাদী কার্যকলাপ চালাতেন তিনি। গোপন সূত্র মারফত বিষয়টা জানতে পারেন এনআইএ আধিকারিকরা। এরপরই শুরু হয় নজরদারি। কিন্তু ডেরা জানলেও সম্রাটকে ধরতে বেশ সমস্যায় পড়তে হয়। কারণ, প্রায় ২০ টি নাম ব্যবহার করত সে। সোমবার সকালে কুখ্যাত মাও নেতা গৌর চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সম্রাট। সেই সময় গ্রেপ্তার করা হয় তাকে। ধারনা করা হচ্ছে, মাও নেত্রী নির্মলার সঙ্গেও সম্ভবত সাক্ষাৎ হত সম্রাটের। প্রসঙ্গত, আগেই নির্মলার মাথার দাম ঘোষণা করা হয়েছে ৫ লক্ষ টাকা। 

Your Opinion

We hate spam as much as you do