এদিন মেয়ের কথা বলতে গিয়ে তাঁর গলা ধরে আসে ৷ আরজি করের তরুণী চিকিৎসকের বাবা বলেন, "অম্বিকেশ মহাপত্র হীরক রাজার দেশের কথা বলছিলেন। সিনেমায় কটাক্ষের সুরে বলা হয়েছিল, লেখাপড়া করে যে, অনাহারে মরে সে ...। আমিও যদি এই কথাটা মানতাম এবং আমার মেয়ে যদি এই কথাটা বুঝত, যদি ওকে পড়াশোনা না করাতাম, আমায় এই দুর্দিন দেখতে হত না ৷" তিনি চিকিৎসকদের মতো সাধারণ মানুষকে তাঁর পাশে থাকার আহ্বান জানিয়েছেন ৷
"এদেশে বিচার ছিনিয়ে আনতে হবে" ধর্মতলায় ডাক্তারদের অবস্থানে নির্যাতিতার বাবার আক্ষেপ
24 ডিসেম্বর 2024
চার মাসের বেশি সময় কেটে গেলও আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার অধরা ৷ এদিকে ফের বিচারের দাবিতে চিকিৎসকদের ধর্না শুরু হয়েছে ধর্মতলায় ৷ মঙ্গলবার সেই মঞ্চে হাজির হলেন নির্যাতিতার বাবা ও মা ৷ এদিন তাঁর বাবা বলেন, "আমাদের এই রাজ্য বা দেশে হাত পেতে বিচার চাইলে পাওয়া যাবে না ৷ বিচার ছিনিয়ে আনতে হবে ৷"
এদিন মেয়ের কথা বলতে গিয়ে তাঁর গলা ধরে আসে ৷ আরজি করের তরুণী চিকিৎসকের বাবা বলেন, "অম্বিকেশ মহাপত্র হীরক রাজার দেশের কথা বলছিলেন। সিনেমায় কটাক্ষের সুরে বলা হয়েছিল, লেখাপড়া করে যে, অনাহারে মরে সে ...। আমিও যদি এই কথাটা মানতাম এবং আমার মেয়ে যদি এই কথাটা বুঝত, যদি ওকে পড়াশোনা না করাতাম, আমায় এই দুর্দিন দেখতে হত না ৷" তিনি চিকিৎসকদের মতো সাধারণ মানুষকে তাঁর পাশে থাকার আহ্বান জানিয়েছেন ৷
জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস্-এর লাগাতার ধর্না অবস্থান কর্মসূচি চলছ ধর্মতলায় ৷ আগামী 26 তারিখ পর্যন্ত আদালত এই অবস্থান চালানোর অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ তবে উদ্যোক্তারা জানাচ্ছেন, পরিস্থিতি বুঝে সময় বৃদ্ধির ব্যাপারে চিন্তা-ভাবনা করা হবে ৷ মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চের তরফে দ্রোহের আলো জ্বালানো হবে ধর্মতলা চত্বরে ৷ পাশাপশি রাজ্যের সর্বত্র এই কর্মসূচি পালন করার আবেদন জানিয়েছেন আন্দোলনকারীরা ৷
ডাক্তারদের জমায়েতে অনুমতি না-দেওয়া দ্বিচারিতা, তোপ বিচারপতির
আগামিকাল, 25 ডিসেম্বর, বড়দিনে ধর্মতলা থেকে পার্কস্ট্রিট জনতার জোয়ার নামবে ৷ এর মধ্যে দাঁড়িয়ে মঞ্চের তরফে পালন করা হবে দ্রোহের বড়দিন ৷ আন্দোলনের শুরুতে 14 অগস্ট রাত দখল কর্মসূচি হয়েছিল ৷ একই ভাবে 31 ডিসেম্বরও রাত দখলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা ৷
ধর্মতলার ধর্না মঞ্চের উদ্যোক্তা চিকিৎসক মানস ঘুমটা বলেন, "প্রায় সাড়ে 4 মাস অতিক্রান্ত ৷ আমরা প্রথম দিন থেকেই বলছি, এই নৃশংস হত্যাকাণ্ড কোনও একজন বিশেষ ব্যক্তির পক্ষে সম্ভব নয় ৷ এটা প্রাতিষ্ঠানিক পরিকল্পিত হত্যা ৷ তদন্তকারী সংস্থা যে জায়গাকে ক্রাইম সিন বলে চালিয়ে এসেছে, সেই ক্রাইম স্পট এত সাজানো গোছানো হতে পারে না ৷ সিএসএফএল-এর রিপোর্টে সেটাই বলেছে ৷"
আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগ, "আদালতের দরজায় বিচারের জন্য ভিক্ষা চেয়েছি ৷ তদন্তকারী সংস্থাগুলি ছেলেখেলা করছে ৷ আপনাদের আন্দোলনের চাপে তদন্ত হচ্ছিল ৷" নিহত তরুণী চিকিৎসকের মাও এদিন মঞ্চে বক্তৃতা দেন ৷ তলে ধরেন মর্মান্তিক সমস্ত স্মৃতি ৷ তাঁদের সঙ্গে পুলিশ প্রশাসন যে আচরণ করেছেন তা নিয়েও ক্ষোভ উগরে দেন ৷
We hate spam as much as you do