Tranding

02:47 PM - 01 Dec 2025

Home / World / ভারতের জনগনের স্বাধীনতা আংশিক।

ভারতের জনগনের স্বাধীনতা আংশিক।

Freedom House এর বার্ষিক মানদণ্ডে বলা হয়েছে গনতান্ত্রিক ব্যবস্থার নিরিখে ভারতের মানুষের ব্যক্তি  স্বাধীনতা খণ্ডিত হয়েছে

ভারতের জনগনের স্বাধীনতা আংশিক।

ভারতের জনগনের স্বাধীনতা আংশিক। মার্কিন সরকারের সাহায্যপ্রাপ্ত আন্তর্জাতিক গবেষণা সংস্থা Freedom House এর বার্ষিক মানদণ্ডে বলা হয়েছে গনতান্ত্রিক ব্যবস্থার নিরিখে ভারতের মানুষের ব্যক্তি  স্বাধীনতা খণ্ডিত হয়েছে । মুলতঃ শেষ ছয় বছরে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্ব কালের কথা পরিস্কার করে উল্লিখিত । 
পৃথিবীর সর্ববৃহত্ গনতন্ত্রের দেশের মান নিচে নেমে যাওয়ার কারন হিসেবে দেখানো হয়েছে ক্রমাগত মুসলিম সমাজের প্রতি বৈষম্যমূলক আচরণ । সরকারের সমালোচক ব্যক্তি ও সাংবাদিকদের প্রতি নিগ্রহ। এই গবেষণার বিষয় ছিল freedom in the world 2020.
এই রিপোর্ট বলছে ভারতে এই সরকারের সময় অনেকগুলো বছর ধরে হিংসা বেড়েছে এবং বৈষম্যের রাজনীতি বেড়েছে। এই মানদণ্ডে ২০২০ দিল্লীর সাম্প্রদায়িক দাঙ্গা, সমালোচকদের বিরুদ্ধে দেশদ্রোহী আইনের অপব্যবহার, মহামারী সময় আকস্মিকভাবে লকডাউন ঘোষনার ফলে পরিযায়ী শ্রমিকদের অবর্ণনীয় কষ্টের কথা এই মাপকাঠি হিসাবে ধরা হয়েছে । ৭৩ টি দেশের মধ্যে ভারতের রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার মান নিম্নমুখী ।  পৃথিবীর ৩/৪ অংশ জনসংখ্যাকে তা প্রভাবিত করেছে 
১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নিউইয়র্কে  এই Freedom House তৈরি হয়। বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুমিকা প্রচার করা এবং ফ্যাসিবাদ বিরোধী প্রচার চালানো এই সংস্থার কাজ ছিল।

 

Your Opinion

We hate spam as much as you do