Tranding

06:21 PM - 01 Dec 2025

Home / World / রমজান চলাকালীন প‍্যালেস্তানিয়দের ওপর ইসরাইলি পুলিশের ‘তাণ্ডব'’ ও গ্রেফতার ৪০০

রমজান চলাকালীন প‍্যালেস্তানিয়দের ওপর ইসরাইলি পুলিশের ‘তাণ্ডব'’ ও গ্রেফতার ৪০০

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা ‘কয়েক ডজন’ মুসল্লির আহত হওয়ার কথা জানিয়েছে। পুলিশের এ পদক্ষেপকে ‘অভূতপূর্ব অপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মুসলমানদের এখন রোজা চলছে। এরইমধ্যে বুধবার সন্ধ্যা থেকে ইহুদিদের ‘পাসওভার’ শুরু হচ্ছে। যা চলবে আটদিন

রমজান চলাকালীন  প‍্যালেস্তানিয়দের ওপর ইসরাইলি পুলিশের ‘তাণ্ডব'’ ও  গ্রেফতার ৪০০

রমজান চলাকালীন  প‍্যালেস্তানিয়দের ওপর ইসরাইলি পুলিশের ‘তাণ্ডব'’ ও  গ্রেফতার ৪০০

 ০৫ এপ্রিল ২০২৩


 রমজান মাসে  আল–আকসা মসজিদের ভেতর নামাজরত ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে নৃশংস  হামলা চালাল ইসরাইলের পুলিশ। এ সময় তারা ব্যাপকভাবে শব্দবোমা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।


বুধবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল–আকসা মসজিদের ভেতরে। এ সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইলের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তাদের আতারোত পুলিশ স্টেশনে রাখা হয়।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভিতরে অবস্থান করা অন্তত ৪০০জন ব্যক্তিকে গ্রেপ্তার করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এসব লোক সেখানে ব্যারিকেড সৃষ্টি করে নাকি হিংসায় জড়িয়ে পড়েছিল। তারা আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘মুখোশধারী ব্যক্তি, পাথর ও আতশবাজি নিক্ষেপকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার সন্দেহভাজন ব্যক্তি’ অন্তর্ভূক্ত রয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা ‘কয়েক ডজন’ মুসল্লির আহত হওয়ার কথা জানিয়েছে। পুলিশের এ পদক্ষেপকে ‘অভূতপূর্ব অপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মুসলমানদের এখন রোজা চলছে। এরইমধ্যে বুধবার সন্ধ্যা থেকে ইহুদিদের ‘পাসওভার’ শুরু হচ্ছে। যা চলবে আটদিন। সূত্র: আল-জাজিরা।

Your Opinion

We hate spam as much as you do