Tranding

01:41 PM - 01 Dec 2025

Home / Other Districts / মীনাক্ষী সহ DYFI নেতৃত্ব বঞ্চিত চাকরীপ্রার্থী আব্দুরের আত্মহত্যা তদন্তের দাবীতে

মীনাক্ষী সহ DYFI নেতৃত্ব বঞ্চিত চাকরীপ্রার্থী আব্দুরের আত্মহত্যা তদন্তের দাবীতে

প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার জন্য সাড়ে ছয় লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন। তা সত্ত্বেও মেলেনি চাকরি। এর জেরে অবসাদে আত্মঘাতী হয়েছিলেন মুর্শিদাবাদের লালগোলার এক যুবক। আত্মঘাতী যুবকের নাম আব্দুর রহমান শেখ, বয়স ২৫ বছর।

মীনাক্ষী সহ DYFI নেতৃত্ব বঞ্চিত চাকরীপ্রার্থী আব্দুরের আত্মহত্যা তদন্তের দাবীতে

মীনাক্ষী সহ DYFI নেতৃত্ব বঞ্চিত চাকরীপ্রার্থী আব্দুরের আত্মহত্যা তদন্তের দাবীতে

15th oct 2022

মুর্শিদাবাদের লালগোলার আব্দুর রহমান চাকরি না পাওয়ার যন্ত্রনা ও প্রতারণার কথা সুইসাইড নোট এ লিখে আত্মহত্যা করেছেন, নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দ্বারা এই ঘটনার তদন্ত চাই।
লালগোলা আব্দুর রহমানের বাড়িতে 
 উপস্থিত মীনাক্ষী মুখার্জী সহ DYFI  জেলা রাজ্য নেতৃত্ব।


প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার জন্য সাড়ে ছয় লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন। তা সত্ত্বেও মেলেনি চাকরি। এর জেরে অবসাদে আত্মঘাতী হয়েছিলেন মুর্শিদাবাদের লালগোলার এক যুবক। আত্মঘাতী যুবকের নাম আব্দুর রহমান শেখ, বয়স ২৫ বছর।


ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন আব্দুরের বাবা মুফিজুদ্দিন শেখ। আব্দুরের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করেছে বলে জানা গিয়েছে। এর পিছনে বড় কোনও প্রতারণা চক্র জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছয় মাস আগে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার জন্য সাড়ে ছয় লাখ টাকা দিয়েছিল আব্দুর। তবে দীর্ঘদিন বাদেও চাকরি না পেয়ে হতাশ হয়ে যায় সে। এর জেরে বিষপান করে আত্মঘাতী হয় সেই যুবক। পরে পুলিশের তরফে কবর থেকে মৃতদেহ তুলে তা ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনায় সাগরদিঘি থেকে গ্রেফতার মিডলম্যান রেহেসান শেখ। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

জানা গিয়েছে, ছয় মাস আগে দিবাকর কনুই নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল আব্দুরের। রেহেসানের মাধ্যমেই দেখা হয় দুই জনের। এরপর প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে দফায় দফায় মোট সাড়ে ছয় লক্ষ টাকা নেয় দিবাকর। তবে চাকরি না হওয়ায় সেই টাকা ফেরতা চাইতে গেলে হুমকির সম্মুখীন হয় আব্দুর। এরপরই অবসাদে মঙ্গলবার বাড়ির কাছে চাষের জমিতে আত্মঘাতী হন আব্দুর।

অবিলম্বে এই আত্মহত্যার বিচারের দাবী করলেন বাম ছাত্র যুব নেতৃত্ব।

Your Opinion

We hate spam as much as you do