Tranding

06:22 PM - 01 Dec 2025

Home / Other Districts / আনিসুর যড়যন্ত্রের শিকার, দাবি সুজনের ধ্বংসলীলা চাপা দেওয়ার কৌশল

আনিসুর যড়যন্ত্রের শিকার, দাবি সুজনের ধ্বংসলীলা চাপা দেওয়ার কৌশল

অন্যদিকে ঘটনার ৭২ ঘণ্টা পরে দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুর রহমান লস্করের অভিযোগপত্রে নাম ছিল বলে জানা গিয়েছে। কিন্তু, কামাল‌উদ্দিনকে কেন গ্রেফতার করা হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে সইফুদ্দিন খুনে যে পাঁচজনের নাম উঠেছে তাঁদের মধ্যে কামালউদ্দিন ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

আনিসুর যড়যন্ত্রের শিকার, দাবি সুজনের ধ্বংসলীলা চাপা দেওয়ার কৌশল

আনিসুর যড়যন্ত্রের শিকার, দাবি সুজনের ধ্বংসলীলা চাপা দেওয়ার কৌশল

 Nov 16, 2023 


তৃণমূল নেতা খুনের (Murder) ঘটনায় এদিন নদিয়ার (Nadia) রানাঘাট থেকে গ্রেফতার করা হয়েছে সিপিআইএম কর্মী আনিসুর লস্করকে। গ্রেফতার করা হয়েছে কামালউদ্দিন নামে এক ব্যক্তিকেও। প্রসঙ্গত, জয়নগরের ঘটনা নিয়ে বিগত কয়েকদিন ধরেই উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। এবার আনিসুরের গ্রেফতারির পর নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। সিপিআইএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী বলছেন যড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আনিসুরকে। তাঁর এও দাবি, এফআইআরেও সেভাবেই নাম তোলা হয়েছিল তাঁর। প্রথম থেকেই চলছে ষড়যন্ত্র।

 

প্রসঙ্গত, ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। গ্রামবাসীদের বক্তব্য ছিল, পুলিশের সামনে ধ্বংসলীলা চালানো হয়েছিল। কিন্তু, ইতিমধ্যেই পুলিশ সুপার সেটা নাকচ করে দিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে ঘটনার ৭২ ঘণ্টা পরে দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুর রহমান লস্করের অভিযোগপত্রে নাম ছিল বলে জানা গিয়েছে। কিন্তু, কামাল‌উদ্দিনকে কেন গ্রেফতার করা হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে সইফুদ্দিন খুনে যে পাঁচজনের নাম উঠেছে তাঁদের মধ্যে কামালউদ্দিন ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। 

Your Opinion

We hate spam as much as you do