Tranding

03:41 PM - 01 Dec 2025

Home / Other Districts / সল্টলেকে হাসপাতালে কন্ট্রাকটরদের বাতিলের দাবিতে চুক্তিভিত্তিক কর্মীরা অনশনে কর্মীদের পিএফ জমা করছে না ঠিকাদাররা,

সল্টলেকে হাসপাতালে কন্ট্রাকটরদের বাতিলের দাবিতে চুক্তিভিত্তিক কর্মীরা অনশনে কর্মীদের পিএফ জমা করছে না ঠিকাদাররা,

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন কর্মসূচির ডাক দেন তারা। আজ থেকে এই আমরণ কর্মসূচি চলবে বলেও জানান তারা। তবে এই অনশন কর্মসূচির জন্যে হাসপাতালের কাজ ব্যাহত হবে না তার পরিবর্তে রিলে পদ্ধতিতে এই আন্দোলন চলবে বলেই জানান তারা।

সল্টলেকে হাসপাতালে কন্ট্রাকটরদের  বাতিলের দাবিতে চুক্তিভিত্তিক কর্মীরা অনশনে কর্মীদের পিএফ জমা করছে না ঠিকাদাররা,

সল্টলেকে হাসপাতালে কন্ট্রাকটরদের  বাতিলের দাবিতে চুক্তিভিত্তিক কর্মীরা অনশনে কর্মীদের পিএফ জমা করছে না ঠিকাদাররা,

 

সরকারি হাসপাতালের কন্ট্রাকটরদের কনট্র্যাক্ট বাতিলের দাবিতে অনশন রাজ্যের সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের। সোমবার সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীরাও এই অনশন কর্মসূচিতে যোগ দেন। তাদের দাবি চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করলেও তাদের ই এস আই এবং পি এফের টাকা কন্ট্রাকটররা অফিসে জমা করছে না। ফলে তারা সেই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে কন্ট্রাকটরদের কনট্র্যাক্ট বাতিল করতে হবে, শম্ভুনাথ পণ্ডিতের যে কর্মীরা অনশন করছেন তাদের চাকরিতে নিযুক্ত করতে হবে এবং কন্ট্রাকটরদের অধীনে না রেখে চুক্তিভিত্তিক কর্মীদের সরাসরি চুক্তিভিত্তিক করতে হবে।

 


সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন কর্মসূচির ডাক দেন তারা। আজ থেকে এই আমরণ কর্মসূচি চলবে বলেও জানান তারা। তবে এই অনশন কর্মসূচির জন্যে হাসপাতালের কাজ ব্যাহত হবে না তার পরিবর্তে রিলে পদ্ধতিতে এই আন্দোলন চলবে বলেই জানান তারা।

 

Your Opinion

We hate spam as much as you do