Tranding

03:38 PM - 01 Dec 2025

Home / World / ঈদের বাজারে ইরাকে ভয়াবহ আত্মঘাতী বোমায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত । আহত ৬০ ।

ঈদের বাজারে ইরাকে ভয়াবহ আত্মঘাতী বোমায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত । আহত ৬০ ।

ঈদের বাজারে ইরাকে ভয়াবহ আত্মঘাতী বোমায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত । আহত ৬০ ।

ঈদের বাজারে ইরাকে ভয়াবহ আত্মঘাতী বোমায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত । আহত ৬০ ।

newscopes.in    20th july
আবার বিস্ফোরণে কেঁপে উঠল ইরাক।
 রাজধানী বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬০ জন।

সোমবার (১৯ জুলাই) ঈদের কেনাকাটার সময় এ হামলা চালানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

এবছর এপ্রিলে বাগদাদে আরও একটি বোমা হামলায় নিহত হন ৪ জন ও ২০ জন আহত হন । এছাড়া জানুয়ারিতে আরও দুটি আত্মঘাতী হামলায় প্রাণহানি ঘটেছিল ৩২ জনের। এসব হামলার দায় স্বীকারও করে আইএস।

Your Opinion

We hate spam as much as you do