Tranding

01:19 PM - 01 Dec 2025

Home / Others / নিষেধাজ্ঞা অবজ্ঞা করে অস্ত্র নিয়ে রাম নবমী তে মিছিল বিজেপি ও তৃণমূলের

নিষেধাজ্ঞা অবজ্ঞা করে অস্ত্র নিয়ে রাম নবমী তে মিছিল বিজেপি ও তৃণমূলের

মহিলাদেরও অস্ত্র হাতে মিছিলে দেখা গিয়েছে। ত্রিশূল, তলোয়ার ইত্যাদি নিয়ে সশস্ত্র মিছিলের সাক্ষী থাকল হুগলী জেলাও। পরিসংখ্যান বলছে, গুজরাট দাঙ্গায় সংখ্যালঘুদের রক্তে হাত রাঙানো বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে এদিন প্রায় হাজারটি মিছিলে হাজার হাজার মানুষ পা মেলান। ফলে, ধর্মীয় সহিষ্ণুতা, বামপন্থার আঁতুর ঘর পশ্চিমবঙ্গেও ধর্মের রাজনীতি, সাম্প্রদায়িকতা ঢুকে পড়ল।

নিষেধাজ্ঞা অবজ্ঞা করে অস্ত্র নিয়ে রাম নবমী তে মিছিল বিজেপি ও তৃণমূলের

নিষেধাজ্ঞা অবজ্ঞা করে অস্ত্র নিয়ে রাম নবমী তে মিছিল বিজেপি ও তৃণমূলের


প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও অস্ত্র হাতে মিছিলের সাক্ষী থাকল গোটা রাজ্য।
 বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ তো বটেই, হিন্দুত্বের পোস্টার বয়দের টক্কর দিতে কোমর বেঁধে তৃণমূলের নেতারাও আসরে নেমে পড়ে। এবং প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গেরুয়া শিবিরের মত তাঁরাও অস্ত্র হাতে নেমে পড়েন। যেমন, মালদার হরিশচন্দ্রপুরে তৃণমূলের ব্লক সভাপতি মনোতোষ ঘোষকে ধারালো অস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। সেই মালদারই চঞ্চলে গেরুয়া শিবির পক্ষ থেকে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ যৌথভাবে অস্ত্র নিয়ে মিছিল করে। 

 

মহিলাদেরও অস্ত্র হাতে মিছিলে দেখা গিয়েছে। ত্রিশূল, তলোয়ার ইত্যাদি নিয়ে সশস্ত্র মিছিলের সাক্ষী থাকল হুগলী জেলাও। পরিসংখ্যান বলছে, গুজরাট দাঙ্গায় সংখ্যালঘুদের রক্তে হাত রাঙানো বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে এদিন প্রায় হাজারটি মিছিলে হাজার হাজার মানুষ পা মেলান। ফলে, ধর্মীয় সহিষ্ণুতা, বামপন্থার আঁতুর ঘর পশ্চিমবঙ্গেও ধর্মের রাজনীতি, সাম্প্রদায়িকতা ঢুকে পড়ল। বিগত ১০ বছরে ১০ টি সাম্প্রদায়িক দাঙ্গা তারই নিদর্শন। বাঙালি কী এই মেরুকরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে? সময় কথা বলবে।

 

Your Opinion

We hate spam as much as you do