Tranding

06:09 PM - 01 Dec 2025

Home / Opinion / শীতের মধ্যে বৃষ্টি শুরু দক্ষিণের রাজ্যগুলিতে, আন্দামানে বাড়ছে নিম্নচাপ,

শীতের মধ্যে বৃষ্টি শুরু দক্ষিণের রাজ্যগুলিতে, আন্দামানে বাড়ছে নিম্নচাপ,

দক্ষিণ আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Depression), তার প্রভাবেই সোমবার থেকে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে কেরল , কর্নাটক উপকূল, অন্ধ্র প্রদেশ উপকূল, তামিলনাড়ু-তে।

শীতের মধ্যে বৃষ্টি শুরু দক্ষিণের রাজ্যগুলিতে, আন্দামানে বাড়ছে নিম্নচাপ,

শীতের মধ্যে বৃষ্টি শুরু দক্ষিণের রাজ্যগুলিতে, আন্দামানে বাড়ছে নিম্নচাপ, 

 
 গত সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। নিম্নচাপের প্রভাবে পুদুচেরী ও অন্ধ্র প্রদেশ উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়েছে।

এরাজ্যে বৃষ্টির শুরু হল। মুলত নিম্নচপের প্রভাবে এই বৃষ্টি চলবে বলে জানা গেছে। 
 দক্ষিণ আন্দামান সাগরেও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, নতুন করে বৃষ্টি শুরু দক্ষিণের রাজ্যগুলিতে
ফের দক্ষিণ ভারতে শুরু হচ্ছে বৃষ্টি। 
 দক্ষিণ আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Depression), তার প্রভাবেই সোমবার থেকে নতুন করে ভারী বৃষ্টিপাত (Heavy Rain) শুরু হতে চলেছে কেরল (Kerala), কর্নাটক উপকূল (Karnataka Coast), অন্ধ্র প্রদেশ উপকূল (Andhra Pradesh Coast), তামিলনাড়ু(Tamil Nadu)-তে। দক্ষিণপূর্ব আরব সাগরের উপর তৈরি একটি ঘূর্ণাবর্তও ধীরে ধীরে নিম্নচাপ আকার নেওয়ায় আগামী ১৮ নভেম্বর অবধি বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

গত সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। নিম্নচাপের প্রভাবে পুদুচেরী ও অন্ধ্র প্রদেশ উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। সেই নিম্নচাপ শক্তি হারানো শুরু করতেই এ বার দক্ষিণ আন্দামান সাগরের উপর তৈরি হল নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ু- অন্ধ্র উপকূলের উপরে যে নিম্নচাপটি রয়েছে, তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং সোমবারের মধ্যে আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে ভারী নিম্নচাপে পরিণত হবে। ১৭ নভেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ১৮ নভেম্বর তা অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলে পৌছবে।

Your Opinion

We hate spam as much as you do