আগামীতে সুন্দরবনের নদী বাঁধ রক্ষার স্বার্থে অসংখ্য জায়গায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার আহ্বান রাখছি আমরা। Gibraltar Airsprings Private Limited এর অন্যতম কর্মধার অর্পন বসু বলেন- শুধু ঘটা করে ম্যানগ্রোভ চারা রোপণ নয়,সুন্দরবনের জনজীবনের স্বার্থে আগামীতে একে রক্ষা করার দায় আমাদের।
ম্যানগ্রোভ চারা লাগিয়ে সুন্দরবনকে বাঁচানোর ডাক.....
দূষণ জর্জরিত সুন্দরবনকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দেওয়ার দাবী নিয়ে-"বাঁচলে সুন্দরবন,বাঁচবে তুমিও" ডাক দিয়ে সুন্দরবনের নদী বাঁধ রক্ষার স্বার্থে হাসনাবাদের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের টিয়ামারীর নদীর চড় বরাবর ১২০০ ফুট জায়গায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে তুলতে আজ প্রায় আট হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,ইছামতী বিজ্ঞান কেন্দ্র ও Gibraltar Airsprings Private Limited এর যৌথ উদ্যোগে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন হাসনাবাদের SDPO মাননীয় শ্রী দেবরাজ ঘোষ।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মিলন গাইন,রাজ্য কমিটির সদস্য তথা জেলা পরিবেশ সাব-কমিটির কনভেনর সমরনাথ চ্যাটার্জী,জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পুলক চক্রবর্তী,দেবাশীষ রায়,Gibraltar Airsprings Private Limited এর পক্ষে অভিষেক ঘোষাল,চঞ্চল ঘোষাল,অরিন্দম ব্যানার্জী,অর্ঘ কর প্রমুখ। Gibraltar Airsprings Private Limited এর আর্থিক সহযোগিতায় ইছামতী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার অঙ্গীকারে ৩১ জন বিজ্ঞান ও পরিবেশ কর্মী নিয়ে সুন্দরবনের দয়াপুরের একটি ম্যানগ্রোভ নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনা হয়।
এমন মহতি কর্মসূচির কথা শুনে নিজের মায়ের স্মরণে এক হাজার সুন্দরী চারা তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যা অনিন্দিতা ভৌমিক। ওই এলাকার বাসিন্দা ও বিজ্ঞান কর্মীরা যত্ন নিয়ে রোপণ করলেন চারা। গাছ বাঁচাতে ১২০০ ফুট নদীর চড় আগেই ঘিরে ফেলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। চারা রোপণ থেকে আগামী দুই বছর যাবৎ দুই সংগঠনের পক্ষ থেকে গাছগুলি রক্ষণাবেক্ষণ করে বড়ো করে তোলার অঙ্গীকারে আবদ্ধ হলেন কর্মীরা। সার্বিকভাবে সমগ্র বিষয়টি পরিচালনা করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী ও সম্পাদক প্রদীপ্ত সরকার। পার্থ বাবু বলেন-প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনের নদী বাঁধকে রক্ষা করতে পারে একমাত্র ম্যানগ্রোভ।
তাই আগামীতে সুন্দরবনের নদী বাঁধ রক্ষার স্বার্থে অসংখ্য জায়গায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার আহ্বান রাখছি আমরা। Gibraltar Airsprings Private Limited এর অন্যতম কর্মধার অর্পন বসু বলেন- শুধু ঘটা করে ম্যানগ্রোভ চারা রোপণ নয়,সুন্দরবনের জনজীবনের স্বার্থে আগামীতে একে রক্ষা করার দায় আমাদের। তাই এই ম্যানগ্রোভ অরণ্য গড়ে তুলতে আমরা সবসময় ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সাথে থাকবো।
We hate spam as much as you do