Tranding

02:42 PM - 01 Dec 2025

Home / Other Districts / এগরা বিস্ফোরণ- গ্রেফতার ২, দেবসুন্দর ও তপন বারুদ মজুত করত! ভানু ফেরার

এগরা বিস্ফোরণ- গ্রেফতার ২, দেবসুন্দর ও তপন বারুদ মজুত করত! ভানু ফেরার

গতকাল থেকেই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় গ্রেফতার হয় দুই অভিযুক্ত। স্থানীয় সূত্রের খবর, ধৃত দু’জন বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়। বুধবার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁদের তোলা হবে কাঁথি মহকুমা আদালতে। আরও তথ্য পেতে অভিযুক্তদের হেফাজতে চাইতে পারে পুলিশ। তবে মূল অভিযুক্ত ভানু বাগ তিনি এখনও পলাতক।

এগরা বিস্ফোরণ- গ্রেফতার ২, দেবসুন্দর ও তপন বারুদ মজুত করত! ভানু ফেরার

এগরা বিস্ফোরণ- গ্রেফতার ২, দেবসুন্দর ও তপন বারুদ মজুত করত! ভানু ফেরার

 May 17, 2023 


এগরা বিস্ফোরণকাণ্ডে  দু’জনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। শোনা যাচ্ছে ভানু বাগ ফেরার।

এই ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে সিআইডি (CID)। মঙ্গলবার, এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করতে বলেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত ভানু কীভাবে জামিন পেলেন তা জানতে চান মমতা। এরপরই আইসি-কে শোকজ করা হয়। অপরদিকে পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসীর। এই সবের মধ্যেই এবার পুলিশের হাতে গ্রেফতার দু’জন।


গতকাল থেকেই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় গ্রেফতার হয় দুই অভিযুক্ত। স্থানীয় সূত্রের খবর, ধৃত দু’জন বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়। বুধবার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁদের তোলা হবে কাঁথি মহকুমা আদালতে। আরও তথ্য পেতে অভিযুক্তদের হেফাজতে চাইতে পারে পুলিশ। তবে মূল অভিযুক্ত ভানু বাগ তিনি এখনও পলাতক। সূত্রের খবর, তাঁর খোঁজে ওড়িশা হানা দিয়েছে পুলিশ। তদন্ত করতে এলাকায় পৌঁছে গিয়েছেন পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং। রয়েছে ফরেন্সিক দল।

গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে গ্রামবাসীরা বলেছেন, “এর আগে যখন এমন ঘটনা ঘটেছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম। ভানুর সঙ্গে পুলিশের মান্থলি করা আছে। টাকা খাইয়ে পুলিশকে চুপ করিয়ে রাখত। ওর সঙ্গে প্রশাসনের ওঠা বসা। আমরা কিছু বললে আমাদেরই ক্ষতি হয়ে যাবে।”

Your Opinion

We hate spam as much as you do