Tranding

03:40 PM - 01 Dec 2025

Home / Other Districts / চাকরি দেবেন BJP নেতা অরুণ ৭৮ কোটি তুলে কাকুকে দিয়েছেন, CBI এর দাবি চার্জশিটে

চাকরি দেবেন BJP নেতা অরুণ ৭৮ কোটি তুলে কাকুকে দিয়েছেন, CBI এর দাবি চার্জশিটে

সূত্রের খবর, সিবিআই চার্জশিটে জানিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি ছাড়াও এসএসসি,রেল সহ আরও বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন এই অরুণ। প্রায় ৭৮ কোটি টাকা তুলেছিলেন তিনি। অরুণ এই টাকা তুলে ‘কালীঘাটের কাকু-কে’ দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে।

চাকরি দেবেন BJP নেতা অরুণ ৭৮ কোটি তুলে কাকুকে দিয়েছেন, CBI এর দাবি চার্জশিটে

চাকরি দেবেন BJP নেতা অরুণ ৭৮ কোটি তুলে কাকুকে দিয়েছেন, CBI এর দাবি চার্জশিটে

Feb 22, 2025 


তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক ঘনিষ্ঠ কাকুর হাতে টাকা দিতেন বিজেপির এলাকার নেতা অরুন হাজরা। 
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল সিবিআই। আর এতেই নাম উঠে এসেছে বিজেপি নেতা অরুণ হাজরার। CBI চার্জশিটে উল্লেখ করেছে, অরুণ হাজরা অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেন। এখানেই শেষ নয়, সুজয় আর অরুণ মিলে নাকি আটাত্তর কোটি টাকা তুলেছিলেন বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।

 

সূত্রের খবর, সিবিআই চার্জশিটে জানিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি ছাড়াও এসএসসি,রেল সহ আরও বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন এই অরুণ। প্রায় ৭৮ কোটি টাকা তুলেছিলেন তিনি। অরুণ এই টাকা তুলে ‘কালীঘাটের কাকু-কে’ দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে।

 

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্র, তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে অরুণ হাজরার নাম উঠে এলে এই প্রথমবার। অরুণ হলেন উত্তর কলকাতার বিজেপি নেতা। এক সময় কংগ্রেস করতেন। তারপর ঘাসফুলে যোগদান করেন। কয়েকদিন পর তিনি তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন তাঁর নাম নিয়োগ দুর্নীতিতে জড়াতেই রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।

Your Opinion

We hate spam as much as you do