Tranding

04:00 PM - 01 Dec 2025

Home / Other Districts / আরজিকর এর আন্দোলন তীব্র করার বার্তা গন কনভেনসনে

আরজিকর এর আন্দোলন তীব্র করার বার্তা গন কনভেনসনে

গণ কনভেনশন শুরুতে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, আরজি করে সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা সেটাই জানতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই আমাদের আন্দোলন শুরু হয় । আমরা লালবাজার থেকে শুরু করে নানা জায়গায় অভিযানও করেছি ।

আরজিকর এর আন্দোলন তীব্র করার বার্তা গন কনভেনসনে

আরজিকর এর আন্দোলন তীব্র করার বার্তা গন কনভেনসনে

26 অক্টোবর 2024

আজ আরজি কর হাসপাতালের অডিটোরিয়ামে শুরু হয়  গণ কনভেনশন । সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই কনভেনশনে যোগ দিয়েছেন । সেলিব্রিটি থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক- সকলেরই এই গণ কনভেনশনে হাজির ছিলেন । এ সপ্তাহের শুরুর দিকে অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা । 


গণ কনভেনশন শুরুতে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, আরজি করে সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা সেটাই জানতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই আমাদের আন্দোলন শুরু হয় । আমরা লালবাজার থেকে শুরু করে নানা জায়গায় অভিযানও করেছি ।


জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আমাদের উপর নানা ধরনের প্রতিরোধ নেমে আসছে । তবে প্রতিরোধ করে এই আন্দোলন থামানো যাবে না । আজ অনেকে আসতে পারেনি । অনেকে এসেছেন । প্রতিটি মানুষ এই আন্দোলনের নেতা । প্রত্যেককে নিয়ে এই আন্দোলন । আমরা আগামিদিনে আরও অনেক কর্মসূচি হবে। আন্দোলন বন্ধ হয়নি । আগামী ৯ তারিখ গোটা রাজ্যকে জুড়ে আন্দোলন হবে ।কনভেনশনে স্লোগান ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস' 

এনআরএস হাসপাতালের চিকিৎসক সপ্তদীপা চক্রবর্তী মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক নিয়ে কথা বলেন। তিনি বলেন, সেদিনের বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়েছিল। সেখান থেকেই সকলে বুঝেছিল ভয় দেখানোর ভাষা কাকে বলে। যাঁরা এসব করলেন তাঁদের কী হবে সেই সিদ্ধান্ত মানুষ নেবে।


আন্দোলনের তথ্যচিত্র আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত গণ কনভেনশনে দেখানো হল তথ্যচিত্র। ৯ আগস্ট আরজি করে নির্যাতনের পর থেকে আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা । সেই সেদিন থেকে ১৮ অক্টোবরের মধ্যে এই আন্দোলনে কী কী হয়েছে তা তুলে ধরা হয় তথ্যচিত্রে ।

Your Opinion

We hate spam as much as you do