Tranding

05:11 PM - 01 Dec 2025

Home / Other Districts / শিশুরা RSV ভাইরাসে আক্রান্ত হচ্ছে বড়দের কারনে জনস্বাস্থ্য আধিকারিকের মত তবে ভয়ের কিছু নেই

শিশুরা RSV ভাইরাসে আক্রান্ত হচ্ছে বড়দের কারনে জনস্বাস্থ্য আধিকারিকের মত তবে ভয়ের কিছু নেই

জ্বর নিয়ে বিশেষ আতঙ্কিত হওয়ার কিছু নেই। অধিকাংশের ক্ষেত্রেই আরএসভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়েছে।

শিশুরা RSV ভাইরাসে আক্রান্ত হচ্ছে বড়দের কারনে জনস্বাস্থ্য আধিকারিকের মত তবে ভয়ের কিছু নেই

শিশুরা RSV ভাইরাসে আক্রান্ত হচ্ছে বড়দের কারনে জনস্বাস্থ্য আধিকারিকের মত তবে ভয়ের কিছু নেই


বড়দের থেকেই RSV ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা,  পাবলিক হেল্থ অফিসার দাবী করলেন।
বৈঠকে স্বাস্থ্য কর্তারা,  অজানা জ্বরে ব্যাপক হারে শিশুদের আক্রান্ত হওয়ার কারণ বড়রা। তাঁদের থেকেই ছড়াচ্ছে আরএসভি (Respiratory syncytial virus) ভাইরাস। সেই ভাইরাসের জেরেই  অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা, এমনটাই এ বার দাবি করলেন জেলার বিশেষ জনস্বাস্থ্য আধিকারিক চিকিত্‍সক সুশান্ত রায়। শুক্রবারই, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও শিলিগুড়ি হাসপাতালে যান রাজ্য স্বাস্থ্য দফতরের চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল। এদিন, উত্তরবঙ্গের সংক্রমণ পরিস্থিতি নিয়ে তাঁরা একটি বৈঠকও করেন। স্বাস্থ্য আধিকারিক  সুশান্ত রায় জানিয়েছেন বাচ্চাদের জ্বর নিয়ে বিশেষ চিন্তার কোনও কারণ নেই। এ বার স্পষ্টই জানালেন, বড়দের থেকেই মূলত শিশুরা সংক্রমিত হচ্ছে।

 সুশান্ত রায়ের মত, “করোনা পরিস্থিতির মধ্যেই অল্প সংখ্যক কিছু শিশু জ্বরে আক্রান্ত হয়েছে। তারা ঠিক কী কারণে আক্রান্ত হচ্ছে তারই নমুনা পরীক্ষা করতে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছিল। এখানে সবচেয়ে বেশি সদ্যোজাত থেকে তিন বছর বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে। অর্থাত্‍ যাদের মেটাবলিজম ও অনাক্রম্যতা এখনও সেভাবে তৈরি হয়নি। মূলত বড়দের থেকেই এই সংক্রমণ। আরএসভি ভাইরাসের জন্য বাচ্চাদের ধূম জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিচ্ছে। এই ভাইরাসের কবলে পড়ছেন মাঝবয়সী থেকে বৃদ্ধরাও। তাঁদের থেকেই মূলত আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে ভয়ের কিছু নেই। পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণযোগ্য।”
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ৬৭ শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে জ্বরের উপসর্গ রয়েছে ১৫ শিশুর। তবে শিলিগুড়ি জেলা হাসপাতালে ৬৫ শিশু ভর্তি রয়েছে। চিকিৎসকদের দাবি, এটি অজানা জ্বর নয়, আরএস ভাইরাসের সংক্রমণ হয়েছে শিশুদের।

 চার সদস্যের প্রতিনিধি দল হয়েছে , চিকিত্‍সক পল্লব ভট্টাচার্য, চিকিত্‍সক বিকাশ মণ্ডল, মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক রাজা রায়, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক দীপ্তকান্তি মুখোপাধ্যায়, পেডিয়াট্রিস্ট ড. মিহির সরকার। চার সদস্যের এই প্রতিনিধিদল এদিন সমস্ত হাসপাতাল ঘুরে দেখেন।  আক্রান্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে বিষয় জানেন । যদিও, বিশেষ জনস্বাস্থ্য আধিকারিক চিকিত্‍সক সুশান্ত রায় জানিয়েছেন, জ্বর নিয়ে বিশেষ আতঙ্কিত হওয়ার কিছু নেই। অধিকাংশের ক্ষেত্রেই আরএসভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়েছে।

সুত্র tv9

Your Opinion

We hate spam as much as you do