দশ দিন হয়ে গেলো এখনো কোন খবর নেই রাহুলের।
খড়দহে ত্রিকোণ প্রেমে যুবক খুনের অভিযোগ বন্ধুর দেহ গুম, সন্দেহে গ্রেপ্তার দুই বন্ধু
১লা ডিসেম্বর থেকে নিখোঁজ খড়দহের জয়প্রকআশ কলোনির বাসিন্দা রাহুল ঝা( ১৮).খড়দহ থানার পুলিশ রাহুলের মোবাইল তল্লাশি করে দুই বন্ধু বাপ্পা এবং সুশান্ত কে।পুলিশের এবং বাড়ির পরিজনের সন্দেহ ত্রিকোন প্রেমের জেরেই খুন রাহুল। তবে বাড়ির পরিজনরা জানাচ্ছেন রাহুল ভোটার কাড' করবে বলে বাড়ি থেকে বেড়িয়েছিলো দশ দিন হয়ে গেলো এখনো কোন খবর নেই রাহুলের।
তবে রাহুলের দেহ খুন করে কোথাও গুম করে রেখেছে কিনা তদন্ত করছে খড়দহ থানার পুলিশ।
খড়দহ থানার পুলিশ রাহুলের মোবাইল তল্লাশি করে দুই বন্ধু বাপ্পা কর এবং সুশান্ত নন্দী কে গ্রেফতার করেছে।পুলিশের এবং বাড়ির পরিজনের সন্দেহ ত্রিকোন প্রেমের জেরেই খুন রাহুল। তবে বাড়ির পরিজনরা জানাচ্ছেন রাহুল ভোটার কাড' করবে বলে বাড়ি থেকে বেড়িয়েছিলো দশ দিন হয়ে গেলো এখনো কোন খবর নেই রাহুলের।তবে রাহুলের দেহ খুন করে কোথাও গুম করে রেখেছে কিনা তদন্ত করছে খড়দহ থানার পুলিশ।
We hate spam as much as you do