Tranding

03:09 PM - 01 Dec 2025

Home / Others / রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি কেনা যাবে আপ্যোলোতে, সোমবার থেকে। বিশদ জানুন

রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি কেনা যাবে আপ্যোলোতে, সোমবার থেকে। বিশদ জানুন

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা টিকা এসে পৌঁছল রাজ্যে। আগামী দু’দিন বাছাই করা কয়েকজনকে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে। ই এম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল অ্যাপেলোতে এসে সেই ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। সোমবার থেকেই পুরোদমে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি কেনা যাবে আপ্যোলোতে, সোমবার থেকে। বিশদ জানুন

রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি কেনা যাবে আপ্যোলোতে, সোমবার থেকে। বিশদ জানুন

যারা ভ্যাকসিন কিনতে চান । অর্থ দেবার ক্ষমতা আছে তাদের জন্য সুখবর।
রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি এসে গেছে। আপ্যোলোতে পাওয়া যাবে।
ইতিমধ্যেই করোনা মোকাবিলায় দেশে চলছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মাধ্যমে প্রায় ২০ লক্ষ ভারতীয়র টিকাকরণ হয়ে গিয়েছে। করোনা মোকাবিলায় এই দুই টিকার পাশাপাশি অনুমোদন পেয়েছে তৃতীয় টিকা অর্থাৎ স্পুটনিক ভি।  এই মাস থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে ।কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা টিকা এসে পৌঁছল রাজ্যে। আগামী দু’দিন বাছাই করা কয়েকজনকে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

 

ই এম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল অ্যাপেলোতে এসে সেই ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। সোমবার থেকেই পুরোদমে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। COWIN  অ্যাপের মাধ্যমেই স্লট বুক করতে হবে ভ্যাকসিন নেওয়ার জন্য। বাকি দু’টি টিকার মতো স্পুটনিকের ক্ষেত্রেও প্রথম এবং দ্বিতীয় ডোজ় নিতে হবে।
হাসপাতাল সূত্রে খবর, প্রতিটি ডোজ় স্পুটনিকের দাম ১২৫০ টাকা করে ধার্য করা হবে। অর্থাৎ টিকার দু’টি ডোজ় নিতে প্রতি ব্যক্তি পিছু ২৫০০ টাকা খরচ হবে বেসরকারি হাসপাতালে। প্রথম ডোজ় নেওয়ার ২১ দিনের মাথায় এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিতে হয়। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে স্পুটনিক ভি দেওয়া হবে কি না সেটা নিয়ে কোনও নির্দেশিকা আসেনি। তবে পূর্ব ভারতে এই প্রথম কোনও হাসপাতালে রাশিয়ার স্পুটনিক ভি দেওয়া শুরু হচ্ছে।
এর আগে খবরে প্রকাশ অ্যাপোলো গ্রুপ অফ হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপার্সন শোবানা কাকিনেনি জানিয়েছেন, ‘জুন মাসে প্রতি সপ্তাহে এক মিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। জুলাইয়ে এই সংখ্যা দ্বিগুণ করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে মোট কুড়ি মিলিয়ন মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে। এই তিকাকরণের ক্ষেত্রে তারা জনবহুল এলাকা, ফ্রন্টলাইন কর্মী এবং কর্পোরেট কর্মীদের অগ্রাধিকার দেবে’

 

Your Opinion

We hate spam as much as you do