Tranding

05:12 PM - 01 Dec 2025

Home / Other Districts / গার্ডেনরিচকান্ডে মুর্শিদাবাদের মৃত শ্রমিকের বাড়িতে মহঃ সেলিম

গার্ডেনরিচকান্ডে মুর্শিদাবাদের মৃত শ্রমিকের বাড়িতে মহঃ সেলিম

নাসিরউদ্দিন শেখের পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, জামির মোল্লা সহ নেতৃত্ব।

গার্ডেনরিচকান্ডে মুর্শিদাবাদের মৃত শ্রমিকের বাড়িতে মহঃ সেলিম

গার্ডেনরিচকান্ডে মুর্শিদাবাদের মৃত শ্রমিকের বাড়িতে মহঃ সেলিম

৩১মার্চ ২০২৪


গার্ডেনরিচে  বহুতল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে ভগবানগোলার শ্রমিক নাসিরউদ্দিন শেখের। ধার দেনা করে ফেরাতে হয়েছে দেহ। অসহায় পরিবারের খবর রাখেনি সরকার। গতকাল  নাসিরউদ্দিন শেখের পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, জামির মোল্লা সহ নেতৃত্ব।


কলকাতার গার্ডেনরিচের ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম নাসিমউদ্দিন সেখ । ভগবানগোলা থানার চাক্কানগর গ্রামের বাসিন্দা। অভাবের সংসারে ছোট ছোট ছেলে মেয়েদের মানুষ করার তাগিদে ২২দিন আগে কলকাতায় রাজমিস্ত্রীর কাজে যায় নাসিম উদ্দিন সেখ। পরিবারে বাবা, মা, স্ত্রী, তিন সন্তান রয়েছে। স্ত্রী জেসমিনা খাতুন অন্তঃসত্ত্বা। কলকাতার গার্ডেনরিচে একটি নির্মীয়মান বহুতলে কাজ করছিল নাসিমউদ্দিন।
১৭ই মার্চ রাতে তিনতলায় ঘুমিয়ে ছিলেন তিনি। আর তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই নির্মীয়মান বহুতল। খবর পেতেই কলকাতায় ছুটে যায় পরিবারের লোকেরা। ভেঙে পড়া বহুতলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় নাসিমউদ্দিনের মৃতদেহ। নাসিম উদ্দিনের দেহ বাড়ি নিয়ে আসা হলে শেষবার দেখার জন্য ভিড় জমান আত্মীয় পরিজন প্রতিবেশীরা। 


মৃতের বাবা আঞ্জিল সেখ বলেন, আমার ছেলে নাসিমউদ্দিন যেখানে কাজ করছিল সেই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার খবর পেতেই আমরা কলকাতায় ছুটে যায়। সেখানেই ধ্বংসাবশেষ থেকে পুলিশ আমার ছেলের মৃতদেহ উদ্ধার করে। আমার ছেলের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আমাদের একমাত্র সম্বল চলে গেল। মৃতের স্ত্রী জেসমিনা খাতুন বলেন, ইফতারের পর আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। ঈদের আগেই বাড়ি আসবে বলেছিল। 

Your Opinion

We hate spam as much as you do