আমেরিকান অধিকারকর্মী উইন্ডফিল্ড বিয়াভারও ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম ঘটনা বর্ণনা করেছেন। এছাড়াও জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গের প্রতি ইসরায়েলি বাহিনীর খারাপ আচরণের অভিযোগ করেছেন ফ্লোটিলায় অংশগ্রহণকারী বহু মানবাধিকারকর্মী।
গ্রেটা সহ, ফ্লোরিডা মানবাধিকার কর্মীদের সাথে ইজরায়েল সেনারা পশুর মত ব্যবহার করল
০৫ অক্টোবর ২০২৫,
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়ার পর জোরপূর্বক বহু অধিকারকর্মীকে গ্রেফতার করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ডিটেনশনে থাকা অবস্থায় মানবাধিকারকর্মীদের সাথে অমানবিক আচরণ করেছে আইডিএফ সেনারা বলে দাবি করেছে মালয়েশিয়ার অধিকারকর্মী হাযওয়ানি হেলমি।
এক বিবৃতিতে হাযওয়ানি হেলমি বলেন, আইডিএফ সেনারা আমাদের সাথে পশুর মতো আচরণ করেছে এবং আটককৃতদের খাবার, পরিষ্কার পানি ও ওষুধ দেয়া হয়নি।’
আমেরিকান অধিকারকর্মী উইন্ডফিল্ড বিয়াভারও ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম ঘটনা বর্ণনা করেছেন। এছাড়াও জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গের প্রতি ইসরায়েলি বাহিনীর খারাপ আচরণের অভিযোগ করেছেন ফ্লোটিলায় অংশগ্রহণকারী বহু মানবাধিকারকর্মী।
তুর্কি সাংবাদিক ও গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, তিনি দেখেছেন কীভাবে ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে ‘যন্ত্রণা দিয়েছে’। তাকে ‘টেনে হেঁচড়ে নেয়া হয়েছে’ এবং ‘ইসরায়েলি পতাকায় চুম্বন করতে বাধ্য করা হয়েছে’।
থুনবার্গকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে কারণ তিনি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ।
গ্রেটা থুনবার্গ ২২ বছর বয়সী এবং তিনি ম্যাডলিন নামের জাহাজে মানবিক সহায়তা নিয়ে গত জুনে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। গাজার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলি নৌবাহিনীর হাতে তাদের আটক করা হয়। এরপর ইসরায়েলের ইলাত শহরের রামন বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তুরস্কে পাঠানো হয়। শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিমানটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। বিমানে মোট ১৩৭ জন কর্মী ছিলেন, যার মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক এবং ২৩ জন মালয়েশীয় নাগরিক।
এরসিন চেলিক বলেন, “গ্রেটা এখনো একজন তরুণী মেয়ে। এমনভাবে তাকে হেনস্তা করা খুবই ন্যক্কারজনক। নাৎসিরা একসময় যেভাবে নির্যাতন করত, আজ সেটিই হচ্ছে।” তবে বর্তমানে স্পষ্ট নয়, গ্রেটা থুনবার্গকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে কি না, নাকি তিনি এখনো আটক রয়েছেন।
We hate spam as much as you do