Tranding

07:19 PM - 01 Dec 2025

Home / Other Districts / "আরজিকর হত‍্যা ইনস্টিটিউশনাল ক্রাইম", অভয়ার বাড়িতে বৃন্দা কারাট

"আরজিকর হত‍্যা ইনস্টিটিউশনাল ক্রাইম", অভয়ার বাড়িতে বৃন্দা কারাট

" তৃণমূল সরকার, তৃণমূলের লোকজন। একটা পরিকল্পনা করে এই খুন হয়েছে। এই ঘটনা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম৷" এই দাবি করেছেন বৃন্দা কারাট। অভয়া একজন মেধাবি ছাত্রী ছিলেন। তাঁর সঙ্গে যেটা হয়েছে, তাতে বাংলা সহ গোটা দেশের মানুষ এই আন্দোলনের সঙ্গে আছেন। ন্যায়ের জন্য, বিচারের দাবিতে সকলে এক জোট আছে। জানিয়েছেন বৃন্দা।

"আরজিকর হত‍্যা ইনস্টিটিউশনাল ক্রাইম", অভয়ার বাড়িতে বৃন্দা কারাট

"আরজিকর হত‍্যা ইনস্টিটিউশনাল ক্রাইম", অভয়ার বাড়িতে বৃন্দা কারাট

  October 24, 2024,


আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা, একটি ইনস্টিটিউশনাল ক্রাইম। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুললেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। শুক্রবার সকালে সোদপুরে নির্যাতিতার বাড়িতে যান সিপিএমের এই সর্বভারতীয় নেত্রী৷

আরজি কর হাসপাতালের তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন আন্দোলন করেছেন রাস্তায় নেমে। ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশন চলেছে। সিপিএম নেত্রী বৃন্দা কারাট পশ্চিমবঙ্গের তৃণমূল জমানায় নারী নির্যাতন নিয়ে বরাবর সরব হয়েছেন। আরজি কর কাণ্ডেও তীব্র প্রতিবাদ করেছেন তিনি।

 


চলতি সপ্তাহের শেষে বৃন্দা কারাট কলকাতায় আসতে পারেন। আরজি কর কাণ্ডে তিনিও সশরীরে কলকাতায় প্রতিবাদে নামতে পারেন। এই কথা শোনা গিয়েছিল। তবে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি সমাপ্ত হয়েছে। ধর্মতলার আমরণ অনশন মঞ্চ এখন আর নেই। আজ শুক্রবার কলকাতায় আসেন বৃন্দা কারাট। সোদপুরে পানিহাটির নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান তিনি। অভয়ার বাবা - মায়ের সঙ্গে তিনি দেখা করেন। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন।

 

" তৃণমূল সরকার, তৃণমূলের লোকজন। একটা পরিকল্পনা করে এই খুন হয়েছে। এই ঘটনা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম৷" এই দাবি করেছেন বৃন্দা কারাট। অভয়া একজন মেধাবি ছাত্রী ছিলেন। তাঁর সঙ্গে যেটা হয়েছে, তাতে বাংলা সহ গোটা দেশের মানুষ এই আন্দোলনের সঙ্গে আছেন। ন্যায়ের জন্য, বিচারের দাবিতে সকলে এক জোট আছে। জানিয়েছেন বৃন্দা।

এই ঘটনার জন্য তৃণমূলের দিকে আঙুল তুলেছেন তিনি। এই ঘটনার পিছনে দুর্নীতি রয়েছে৷ আজও, এই সময় পর্যন্ত দুর্নীতিকে আড়াল করার জন্য তৃণমূল সরকার, তৃণমূলের সব নেতারা চেষ্টা করে চলেছেন। ন্যায়ের জন্য এই লড়াই বেঁচে আছে, বেঁচে থাকবে। সকলে এই পরিবারের সঙ্গে আছেন। জানালেন বৃন্দা কারাট।

Your Opinion

We hate spam as much as you do