Tranding

03:56 PM - 01 Dec 2025

Home / World / ব্যর্থ লুনা-২৫ মিশন! চাঁদে পৌঁছবার আগেই ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান,

ব্যর্থ লুনা-২৫ মিশন! চাঁদে পৌঁছবার আগেই ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান,

মাত্র ১০ দিনে চন্দ্র কক্ষপথের একেবারে শেষ ল্যাপে পৌঁছে গিয়েছিল লুনা ২৫। কিন্তু সেষ রক্ষা হল না। একেবারে শেয কক্ষপথ হ্রাস সম্পাদন করতে গিয়ে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বাধ্য হয় আগের কক্ষপথে ফিরে আসতে

ব্যর্থ লুনা-২৫ মিশন! চাঁদে পৌঁছবার আগেই ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান,

ব্যর্থ লুনা-২৫ মিশন! চাঁদে পৌঁছবার আগেই ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান, 
 

August 20, 2023


রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫ ভেঙে পড়ল চাঁদের মাটিতে। চাঁদের মাটি ছোঁয়ার আগেই তা ভেঙে পড়ে। রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসের তরফে জানানো হয়েছে তাদের লুনা ২৫ মিশন ব্যর্থ হয়েছে। একদিন আগেই চাঁদের একেবারে সামনে থেকে ফিরে আসতে হয়েছিল লুনাকে। এদিন ফের চেষ্টা করে ব্যর্থ হয় রাশিয়ান চন্দ্রযান।

 

মাত্র ১০ দিনে চন্দ্র কক্ষপথের একেবারে শেষ ল্যাপে পৌঁছে গিয়েছিল লুনা ২৫। কিন্তু সেষ রক্ষা হল না। একেবারে শেয কক্ষপথ হ্রাস সম্পাদন করতে গিয়ে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বাধ্য হয় আগের কক্ষপথে ফিরে আসতে। তারপর নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছিল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। কিন্তু তা সফল হল না।

Your Opinion

We hate spam as much as you do