Tranding

04:57 PM - 01 Dec 2025

Home / Other Districts / মৌলালী থেকে পার্ক সার্কাস বামদলের মিছিলে জনসমাবেশ

মৌলালী থেকে পার্ক সার্কাস বামদলের মিছিলে জনসমাবেশ

বিশেষ করে বামদলগুলি এই মিছিল সংগঠিত করে। কারন কমিউনিস্ট পার্টি এবং সোভিয়েত ইউনিয়ন না থাকলে অন‍্য কিছু হত। 

মৌলালী থেকে পার্ক সার্কাস বামদলের মিছিলে জনসমাবেশ

মৌলালী থেকে পার্ক সার্কাস বামদলের মিছিলে জনসমাবেশ

১৯৩৯ এর ১লা সেপ্টেম্বর হিটলার অন‍্যায় ভাবে সাম্রাজ‍্য বিস্তারের উদ্দেশ্যে পোল‍্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। পৃথিবীর শান্তি বিঘ্নিত হয় ফ‍্যাসিবাদের আগ্রাসনে। সেই উদ্দেশ্যে শান্তি মিছিল হয় প্রতিবছর এই দিনে। বিশেষ করে বামদলগুলি এই মিছিল সংগঠিত করে। কারন কমিউনিস্ট পার্টি এবং সোভিয়েত ইউনিয়ন না থাকলে অন‍্য কিছু হত। 

আজ মৌলালী থেকে বামদলগুলির মিছিল যায় পার্ক সার্কাস পর্যন্ত।

Your Opinion

We hate spam as much as you do