Tranding

01:37 PM - 01 Dec 2025

Home / Other Districts / বারাকপুরে আবার অভয়ার কথা বিচার চেয়ে প্রতিবাদ মিছিল এবং সভায় নাট্যকার, শিল্পীদের আর বাবা মা

বারাকপুরে আবার অভয়ার কথা বিচার চেয়ে প্রতিবাদ মিছিল এবং সভায় নাট্যকার, শিল্পীদের আর বাবা মা

সাংবাদিক দের বিকাশ ভট্টাচার্য জানান,আমি আগেও বলেছিলাম সুপ্রিম কোর্টের কোন এক্তিয়ারের মধ্যেই পরে না এই বিচার নেওয়া। ৭ মাস পর সেটা আবার হাইকোর্ট এ ফেরত এলো।নতুন নতুন অভিযুক্তদের ডাকা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।তবে বিচার নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। সড়াসড়ি মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে বিকাশ ভট্টাচার্য বলেন উনি সারারাত মনিটারিং করেছেন উনি যখন বলছেন তাহলে ওনাকে কেন CBI জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না?*

বারাকপুরে আবার অভয়ার কথা বিচার চেয়ে প্রতিবাদ মিছিল এবং সভায় নাট্যকার, শিল্পীদের আর বাবা মা

বারাকপুরে আবার অভয়ার কথা বিচার চেয়ে প্রতিবাদ মিছিল এবং সভায় নাট্যকার, শিল্পীদের আর বাবা মা

23 march 2025

ব্যারাকপুর অভয়া  মঞ্চের পক্ষ থেকে পুনরায় তিলোত্তমার মৃত্যু এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দেরকে অবিলম্বে কঠোর থেকে কঠোরতর শাস্তি এবং সঠিক বিচার করে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তির দাবিতে ব্যারাকপুর তিলোত্তমা  মঞ্চ থেকে প্রতিবাদে পুনরায় রাস্তায় নামলো। ব্যারাকপুর তিলোত্তমা  মঞ্চের পক্ষ থেকে ব্যাকপুর স্টেশন থেকে মিছিল শুরু হয় এস এন ব্যানার্জি রোড হয়ে বিটি রোড হয়ে আবার ব্যারাকপুর স্টেশন চত্বরে হয়। এর প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার বিশিষ্ট সাংস্কৃতিক জগতের মানুষ এবং বিশিষ্ট নাট্যকার নাট্য পরিচালক চন্দন সেন সহ ব্যারাকপুরের বিশিষ্ট জনেরা।


 সাংবাদিক দের বিকাশ ভট্টাচার্য জানান,আমি আগেও বলেছিলাম সুপ্রিম কোর্টের কোন এক্তিয়ারের মধ্যেই পরে না এই বিচার নেওয়া। ৭ মাস পর সেটা আবার হাইকোর্ট এ ফেরত এলো।নতুন নতুন অভিযুক্তদের ডাকা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।তবে  বিচার নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করা  হচ্ছে। সড়াসড়ি মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে বিকাশ ভট্টাচার্য বলেন উনি সারারাত মনিটারিং করেছেন উনি যখন বলছেন তাহলে ওনাকে কেন CBI জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না?*


একই সাথে সরণ সভায় উপস্থিত  তিলোত্তমার বাবা মা। স্মরণ সভা এসে তিলোত্তমার বাবা বললেন আগামী সোমবার তৃতীয়বারের জন্য আমাদের মামলা হাইকোর্টে শুনানি হবে। তীর্থঙ্কর ঘোষের এজলাসে সে মামলা উঠবে। ৫৪ খানা  প্রশ্ন আমরা রেখেছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দের প্রসঙ্গ টা কি হাইকোর্টে উত্থাপন করবেন তিনি বলেন সোমনাথ এর ব্যাপারটা হাইকোর্টের কপিতে উল্লেখ করা হয়েছে আগেই। নির্মল ঘোষ ,সোমনাথ দে, সন্দীপ মুখার্জী এই তিনজনে মিলে এই ঘটনার সাথে যুক্ত। তারা আমার মেযের দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে।

Your Opinion

We hate spam as much as you do