Tranding

02:35 PM - 01 Dec 2025

Home / Other Districts / সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেল, আবার দাম বাড়ল পেট্রোলের, নাজেহাল জনগন।

সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেল, আবার দাম বাড়ল পেট্রোলের, নাজেহাল জনগন।

দাম বেড়েই চলেছে জ্বালানি তেলের। লাগামহীন। কলকাতায় আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল। ফের এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। লিটারে ৩৪ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। নয়া এই দাম-বৃদ্ধির জেরে বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোল ১০৭ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। এদিন কলকাতায় ডিজেলের নতুন দাম লিটারে ৯৮ টাকা ৩৮ পয়সা।

সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেল, আবার দাম বাড়ল পেট্রোলের, নাজেহাল জনগন।

সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেল, আবার দাম বাড়ল পেট্রোলের, নাজেহাল জনগন।

newscopes.in  ২১শে অক্টোবর ২০২১

পেট্রল পাম্পে তেল ভরতে আশা যুবক পাম্পিং স্টেশনে বিশাল করে আটকানো প্রধানমন্ত্রীর ছবিতে গড় হয়ে নমস্কার করে বলল এবার আমাদের রেহাই দিন।
ঠিকই, বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। প্রশ্ন আর কত বাড়বে? আর এই নিয়ে তীব্র কোনো আন্দোলন চোখে পড়ছে না।

কলকাতার পাশাপাশি এদিন ফের পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বইয়েও।

দাম বেড়েই চলেছে জ্বালানি তেলের।
লাগামহীন। কলকাতায় আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল। ফের এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। লিটারে ৩৪ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। নয়া এই দাম-বৃদ্ধির জেরে বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোল ১০৭ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। এদিন কলকাতায় ডিজেলের নতুন দাম লিটারে ৯৮ টাকা ৩৮ পয়সা।

জ্বালানির বিদ্যুৎ গতির দাম-বৃদ্ধি জারি। বহু আগেই পেট্রোল সেঞ্চুরি পার করেছে। সেঞ্চুরি পেরিয়েও দুরন্ত ব্যাটিং জারি পেট্রোলের। ফি দিন দাম বেড়েই চলেছে। পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে ডিজেল। বাড়তে বাড়তে একেবারে সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল। ডিজেলের দাম একশো পেরনো সময়ের অপেক্ষা মাত্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা গুলি প্রতিদিন দাম বাড়াচ্ছে জ্বালানি তেলের। তবে শুধু কলকাতাতেই নয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি জারি দেশের অন্য শহরগুলিতেও।

রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ১০৬ টাকা ৫৪ পয়সা। দিল্লিতে লিটার প্রতি ডিজেল ৯৫ টাকা ২৮ পয়সা। একইভাবে বাণিজ্যনগরী মুম্বইয়েও এদিন দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। মুম্বইয়ে পেট্রোলের দাম লিটারে ১১২ টাকা ৪১ পয়সা। মুম্বইয়ে আগেই সেঞ্চুরি পেরিয়েছে ডিজেল। বৃহস্পতিবারও ডিজেলের দাম বেড়েছে। মুম্বইয়ে এদিন লিটার প্রতি ১০৩ টাকা ২২ পয়সা দরে বিক্রি হচ্ছে ডিজেল।

সব মিলিয়ে পেট্রোপণ্যের লাগাতার দাম-বৃদ্ধির জেরে নাজেহাল দশা সাধারণ মানুষের। একদিকে যেমন যাতায়াতের খরচ বেড়ছে, তেমনি চড়ছে বাজারদর। হু হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। প্রতি দিন বাজারে গিয়ে তা টের পাচ্ছে আমজনতা।
 

পণ্য পরিবহণের খরচ বহু গুণে বেড়ে গিয়েছে। পণ্য পরিবহণের খরচ তুলতেই দৈনন্দিন সামগ্রীরও দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। করোনাকালে জ্বালানি তেলের এই লাগাতার দাম বৃদ্ধিতে জেরবার সাধারণ নাগরিকরা।

Your Opinion

We hate spam as much as you do