সেখানে আসা অগ্নিমিত্রা পালকে দেখে 'গো ব্যাক' স্লোগান জুনিয়র ডাক্তারদের। যদিও অগ্নিমিত্রা দাবি করছেন,
বিজেপির অগ্নিমিত্রাকে 'গো ব্যাক' স্লোগান জুনিয়র ডাক্তারদের, কী বললেন নেত্রী ?
11 Sep 2024
ভস্বাস্থ্যভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে সেখানে আসা অগ্নিমিত্রা পালকে দেখে 'গো ব্যাক' স্লোগান জুনিয়র ডাক্তারদের। যদিও অগ্নিমিত্রা দাবি করছেন, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন, কিন্তু তিনি আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসেননি। কেন ওইদিকে আসতে হয়েছে তাঁকে সেকথাও বলেন বিজেপি নেত্রী। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারনা বিজেপি নেত্রী স্বাগত হলে আন্দোলনকারি পাশাপাশি বসতেন। এর আগে ৩রা সেপ্টেম্বরে একই ভাবে বিজেপি নেতাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
We hate spam as much as you do