Tranding

01:38 PM - 01 Dec 2025

Home / Other Districts / অভিষেকের সভার আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ , ঝলসে মৃত নেতা-সহ ৩

অভিষেকের সভার আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ , ঝলসে মৃত নেতা-সহ ৩

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের অর্জুন নগরের নাড়য়াবিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে রাজকুমার-সহ তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামে মোট তিনজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজকুমার মান্না এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। বিস্ফোরণে জখম আরও ২ জনকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

অভিষেকের সভার আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ , ঝলসে মৃত নেতা-সহ ৩

অভিষেকের সভার আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ , ঝলসে মৃত নেতা-সহ ৩


 December 3, 2022 


অভিষেকের সভার আগের রাতে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, ঝলসে মৃত নেতা-সহ ৩


কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ী। ভয়াবহ ওই বিস্ফোরণে তৃণমূল নেতা-সহ তিনজনের মৃত্যুর আশঙ্কা। বিস্ফোরণে আরও ২ জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ, দাবি বিরোধীদের ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের অর্জুন নগরের নাড়য়াবিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে রাজকুমার-সহ তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামে মোট তিনজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজকুমার মান্না এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। বিস্ফোরণে জখম আরও ২ জনকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা থমথমে রয়েছে। রাতভর গ্রামে পুলিশ টহলদারি চলেছে।

বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ বলে অভিযোগ বিরোধীর। নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়ীতে বোমা বাঁধার কাজই চলছিল বলে দাবি বিরোধীদের । অতর্কিতে বিস্ফোরণে পরপর কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। গতকাল রাতে ওই বিস্ফোরণের জেরে বাড়িটি কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। বিস্ফোরণে তিনজনের মৃত্যুর পাশাপাশি আরও ২ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। নিহত-আহতরা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত বলে দাবি বিজেপির।


যদিও এ বিষয়ে ভূপতিনগর থানার পুলিশ ও জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার তৃণমূলের স্থানীয় নেতৃত্ব থেকে জেলা নেতৃত্বকে ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই কার্যত উত্তপ্ত ছিল ভূপতিনগরের বিস্তীর্ণ এলাকা। রাতের অন্ধকারে বোমাবাজি ও গুলির শব্দ প্রায় দিনই শোনা যায়। কয়েকদিন আগে তৃণমূলের অঞ্চল সভাপতি মিহির ভৌমিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগ ওঠে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলও চলেছে।

Your Opinion

We hate spam as much as you do