Tranding

02:55 PM - 01 Dec 2025

Home / Other Districts / CPIM প্রার্থীকে প্রত্যাহারের হুমকি,চুলের মুঠি ধরে শ্লীলতাহানি আরামবাগে

CPIM প্রার্থীকে প্রত্যাহারের হুমকি,চুলের মুঠি ধরে শ্লীলতাহানি আরামবাগে

অন‍্যদিকে ডোমজুড় ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের ১৬৩ নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থী অপর্ণা বায়েন। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে ওই অঞ্চলের তৃণমূল প্রার্থীর স্বামী দলবল নিয়ে এসে তাকে প্রার্থী পদে না দাঁড়ানোর জন্যে নানাভাবে হুমকি দেয় বলে অভিযোগ।

CPIM প্রার্থীকে প্রত্যাহারের হুমকি,চুলের মুঠি ধরে শ্লীলতাহানি আরামবাগে

CPIM প্রার্থীকে প্রত্যাহারের হুমকি,চুলের মুঠি ধরে শ্লীলতাহানি আরামবাগে 


 Jun 18, 2023 


সিপিআইএম মহিলা প্রার্থীকে প্রার্থী পদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।
আরামবাগের  তিরোল অঞ্চলের ভাবাপুরের পর এবার খোদ আরামবাগের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা শক্তিমোহন মালিকের গ্রামে চলল ব্যাপক অত্যাচার।  তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। চুলির মুঠি ধরে করা হয়েছে ব্যাপক মারধর। মনোনয়ন প্রত্যাহার না করা হলে একঘরে করে রাখা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।


আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের চন্ডীবাটি গ্রামে ঘটেছে এ ঘটনা। এই এলাকা থেকে পঞ্চায়েত ভোটে লড়ছিলেন সিপিএম মহিলা প্রার্থী নাসিমা বেগম। তাঁকেই চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় শাসকদল। এমনকী মনোনয়ন প্রত্যাহার না করলে গ্রামের সমস্ত কিছু থেকে তাঁকে বঞ্চিত করে রাখারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি নাসিমা বেগমের দেওরের হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এছাড়াও  মনোনয়ন প্রত্যাহার না করলে গ্যাস সিলিন্ডার খুলে পুড়িয়ে মেরে ফেলা হবে বলেও শাসানো হয়েছে। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি।   


এদিকে ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি তাদের প্রার্থীর বাড়িতে হাজির হন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, সিপিএম নেতা সুশান্ত মণ্ডল-সহ একাধিক নেতা-কর্মীরা। দ্বারস্থ হচ্ছেন থানার। ঘটনায় নাসিমা বেগম বলেন, “আমরা ভাত খাচ্ছিলাম। তখনই একদল লোক এল। এসেই খুব খারাপ ভাষায় কথা বলতে থাকে। গোটা বাড়ি তছনছ করতে থাকে। মেরে ফেলার হুমকি দেয়। পরশুদিন শাসিয়ে যায়। কালও এসে এই কাজ করে। ব্যাপক মারধর করে। আমার দেওরকেও মেরে হাত ভেঙে দিয়েছে।” 

 

অন‍্যদিকে ডোমজুড় ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের ১৬৩ নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থী অপর্ণা বায়েন। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে ওই অঞ্চলের তৃণমূল প্রার্থীর স্বামী দলবল নিয়ে এসে তাকে প্রার্থী পদে না দাঁড়ানোর জন্যে নানাভাবে হুমকি দেয় বলে অভিযোগ।


তৃণমূল চায় ওই অঞ্চলের তিনটি বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে। ওই মহিলা প্রার্থী তাদের বোঝানোর চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেস কর্মীরা তার বাড়ি ভাঙচুর করার এবং মারধরের হুমকি দেয়।


গোটা ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দী করেন অপর্ণার পরিবারের লোকেরা। সেই ছবি পরে ভাইরাল হয়। হুমকির কাছে মাথা নত না করে বৃহস্পতিবারই পুলিসের সাহায্যে অপর্ণা সিপিএম-এর প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। এরপরই বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর হয় বলে অভিযোগ।


তৃণমূল কংগ্রেস কর্মীরা জানালার কাঁচ ভেঙে দেয় এবং বাড়ির ছাদে বোতল ছোঁরে বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত পরিবার অন্য জায়গায় আশ্রয় নেয়।

Your Opinion

We hate spam as much as you do