Tranding

03:49 PM - 01 Dec 2025

Home / World / ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কি মূল‍্যহীন? ফের ইরান-ইজরায়েল সংঘর্ষ, আবার মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কি মূল‍্যহীন? ফের ইরান-ইজরায়েল সংঘর্ষ, আবার মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি

এর আগে অবশ্য ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সায় দিয়েছিল ইরানের ন্যাশাল সিকিউরিটি কাউন্সিল। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সায় দিয়েও ইজরায়েলে ফের হামলার অভিযোগ ইরানের। ইজরায়েলের ওপর মিসাইল হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। যদিও, যুদ্ধবিরতির পর হামলা চালানো হয়নি, অভিযোগ উড়িয়ে দাবি করেছিল ইরান।

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কি মূল‍্যহীন? ফের ইরান-ইজরায়েল সংঘর্ষ, আবার মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কি মূল‍্যহীন? ফের ইরান-ইজরায়েল সংঘর্ষ, আবার মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি
 

 24 Jun 2025 

সংঘর্ষবিরতির পরেও ইরানে ইজরায়েলি হামলা। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান। তেহরানের বাবোলসরে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে খবর। এদিকে, ইরানি রেডার সিস্টেমে আছড়ে পড়ল ইজরায়েলি মিসাইল। এবার ইরানের পর এবার ইজরায়েলকেও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। 

ইজরায়েলকে সতর্ক করে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, 'বোমা ফেলো না, বোমা ফেললে যুদ্ধবিরতি লঙ্ঘন হবে। এখনই বিমানচালকদের ঘরে ফেরাও।' তিনি এও দাবি করেছেন, 'মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইজরায়েল ও ইরানের। ইরানের পরমাণু বোমা তৈরির ক্ষমতা চলে গেছে, আর কখনও পরমাণু বোমা তৈরি করতে পারবে না তেহরান।  ইরান ও ইজরায়েলের ভূমিকায় খুশি নই, ইজরায়েলের ভূমিকায় অসন্তুষ্ট'। 


এর আগে অবশ্য ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সায় দিয়েছিল ইরানের ন্যাশাল সিকিউরিটি কাউন্সিল। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সায় দিয়েও ইজরায়েলে ফের হামলার অভিযোগ ইরানের। ইজরায়েলের ওপর মিসাইল হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। যদিও, যুদ্ধবিরতির পর হামলা চালানো হয়নি, অভিযোগ উড়িয়ে দাবি করেছিল ইরান।                                 

তবে পিছু হটেনি ইজরায়েলও। এবার আমাদের প্রত্যাঘাতে কাঁপবে তেহরান, সেই সময়ই হুঁশিয়ারি দিয়েছিলেন ইজরায়েলের অর্থমন্ত্রী। প্রসঙ্গত, গতকাল ইজরায়েলের হামলায় নিহত হয়েছিলেন ইরানের আরও ২ পরমাণু বিজ্ঞানী।  

প্রসঙ্গত, ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ‘কার্যকর’ আছে বলে জোর দিয়ে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ান-এ রওনা হওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট স‍্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন যে "যুদ্ধবিরতি কার্যকর আছে।" ট্রাম্প বলেছিলেন, “ইজরায়েল ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ 'প্লেন ওয়েভ' করবে। কেউ আঘাত পাবেন না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ!”

তবে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইজরায়েল তা লঙ্ঘন করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Your Opinion

We hate spam as much as you do