Tranding

03:50 PM - 01 Dec 2025

Home / Other Districts / মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ৩৫টি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের উপর নজর ইডির

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ৩৫টি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের উপর নজর ইডির

মানিক–তাপসের কী যোগসাজশ জানতে পেরেছে ইডি?‌ এদিকে মানিক ভট্টাচার্যের মদতেই তাপস মণ্ডল–সহ ঘনিষ্ঠদের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে যেত প্রশ্ন–উত্তরপত্র। আর ওই কেন্দ্রের কর্মকর্তারা প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার টোপ দিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিতেন। সেই টাকা হাত–বদল হয়ে চলে যেত মানিক–তাপসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ৩৫টি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের উপর নজর ইডির

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ৩৫টি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের উপর নজর ইডির


পরীক্ষার আগেই ট্রেনিং সেন্টারে চলে আসত প্রশ্নপত্র, টেট দুর্নীতিতে ইডি পেল তথ্য

  18 Oct 2022, 


টেটে নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য এখন ইডির হেফাজতে। আর তদন্তে নেমে ইডির হাতে এল চাঞ্চল্যকর তথ্য। পরীক্ষার আগেই প্রশ্নপত্র কয়েকটি টিচার্স ট্রেনিং সেন্টারে চলে আসত বলে তথ্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এই গোটা বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য জানতেন বলেও ইডি খবর পেয়েছে। তাই মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ৩৫টি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের উপর নজর দিয়েছে ইডি।

 

 ইডি সূত্রে খবর, তাপস মণ্ডলের বাড়ি থেকে ৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলগুলি গোয়েন্দারা খতিয়ে দেখে তাপস–মানিকের হোয়াটসঅ‌্যাপ চ‌্যাট সামনে এসেছে। সেখান থেকে তাপস মণ্ডলের চারটি এনজিও’‌র হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এই এনজিও এবং বেসরকারি সংস্থার মাধ‌্যমে কালো টাকা সাদা করা হতো বলে মনে করছেন ইডির অফিসাররা। বীরভূমের নলহাটির তৃণমূল কংগ্রেস নেতা বিভাস অধিকারীর কাছ থেকে তাপস মণ্ডল শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের জন‌্য আমহার্স্ট স্ট্রিটের ফ্ল‌্যাটটি ভাড়া নিয়েছিলেন। বিভাসবাবুর একাধিক বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বা বিএড কলেজ আছে। তদন্তের প্রয়োজনে বিভাস অধিকারীকে ইডি তলব করেছে।


মানিক–তাপসের কী যোগসাজশ জানতে পেরেছে ইডি?‌ এদিকে মানিক ভট্টাচার্যের মদতেই তাপস মণ্ডল–সহ ঘনিষ্ঠদের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে যেত প্রশ্ন–উত্তরপত্র। আর ওই কেন্দ্রের কর্মকর্তারা প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার টোপ দিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিতেন। সেই টাকা হাত–বদল হয়ে চলে যেত মানিক–তাপসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওএমআর শিটগুলি সঠিক উত্তর লিখে ভরাট করানোর জন্য টাকা দেওয়া হতো বলে জানতে পেরেছে ইডি। এবার তাঁদের জেরা করা হবে।

 

আগে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল চিটফান্ডের কারবার করতেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ‘মিনার্ভা ফিনান্স’ নামে একটি চিটফান্ড সংস্থা ছিল। তাপস আমানতকারীদের মোটা টাকা সুদের টোপ দিয়ে তিন কোটি টাকা আয় করেন।

Your Opinion

We hate spam as much as you do