Tranding

06:21 PM - 01 Dec 2025

Home / World / করোনা টিকা আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

করোনা টিকা আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

কাতালিন কারিকো ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি হাঙ্গেরির সেজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক। ড্রু ওয়াইসম্যান ভ্যাকসিন গবেষণার অধ্যাপক এবং পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশনের ডিরেক্টর। সূত্র: নিউইয়র্ক টাইমস।

করোনা টিকা আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

করোনা টিকা আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

 ০২ অক্টোবর ২০২৩

এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন কাতালিন কারিকো এবং ড্রু ওয়াইসম্যান। তাদের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত গবেষণা কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য এমআরএনএ টিকা তৈরি করতে সাহায্য করেছে, সেই কারণেই এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে কাতালিন ও ড্রু-কে।


নোবেল অ্যাসেম্বলির তরফে বলা হয়েছে যে, কাতালিন ও ড্রুয়ের যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে এমআরএনএ-র ঠিক কী রকম সম্পর্ক, সেই ধারণাটাই বদলে গিয়েছে। কোভিডের মতো মহামারি পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচানোর টিকা তৈরির ক্ষেত্রে তাদের দু’জনের অবদান অনেকখানি।

 
২০০৫ সালে এই দুই বিজ্ঞানীর গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল। সেই সময় এই গবেষণা বিজ্ঞানী মহলে বেশ নজর কাড়ে। তবে কোভিড মহামারির সময় তাদের গবেষণার প্রয়োগগত দিকটি বিশেষ ভাবে নজরে আসে। ২০২০ সালে তাদের গবেষণার উপর নির্ভর করে তৈরি দু’টি এমআরএনএ টিকা লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছে।

 
কাতালিন কারিকো ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি হাঙ্গেরির সেজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক। ড্রু ওয়াইসম্যান ভ্যাকসিন গবেষণার অধ্যাপক এবং পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশনের ডিরেক্টর। সূত্র: নিউইয়র্ক টাইমস।

Your Opinion

We hate spam as much as you do