Tranding

02:56 PM - 01 Dec 2025

Home / Other Districts / উত্তর দিনাজপুরে উদ্ধার প্রচুর অস্ত্র,STF এর হাতে গ্রেফতার ‘অস্ত্র ব্যবসায়ী’

উত্তর দিনাজপুরে উদ্ধার প্রচুর অস্ত্র,STF এর হাতে গ্রেফতার ‘অস্ত্র ব্যবসায়ী’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া থেকে ওই বিপুল বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। শিলিগুড়ি থেকে অভিযান চালিয়েছিল এসটিএফের ওই টিম

উত্তর দিনাজপুরে  উদ্ধার প্রচুর অস্ত্র,STF এর হাতে গ্রেফতার ‘অস্ত্র ব্যবসায়ী’

উত্তর দিনাজপুরে  উদ্ধার প্রচুর অস্ত্র,STF এর হাতে গ্রেফতার ‘অস্ত্র ব্যবসায়ী’
 

Jul 04, 2023 

 

 পিস্তল, কার্তুজ সহ প্রচুর অস্ত্র উদ্ধার হল বাংলা থেকে। বেঙ্গল এসটিএফ-এর অভিযানে মিলল বড় সাফল্য। অস্ত্র উদ্ধারের পাশাপাশি এক অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সেই অস্ত্রের ছবি প্রকাশ্যে এনেছে এসটিএফ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে ৫টি ৭ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ, ৩টি সিঙ্গল শট পাইপ গান, ৮০ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, ১০০ রাউন্ড ৮ এমএম কার্তুজ। ভোটের আগে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া থেকে ওই বিপুল বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। শিলিগুড়ি থেকে অভিযান চালিয়েছিল এসটিএফের ওই টিম। অস্ত্রের ব্যবসা করার অভিযোগে যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর নাম মহম্মদ আলম।

এসটিএফ-এর ডিএসপি সুদীপ আচার্য জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হয় মঙ্গলবার। প্রথমেই ধরা পড়েন মহম্মদ আলম। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর বাড়ি থেকে ব্যাগ ভর্তি অস্ত্র বের করে আনেন বলে জানিয়েছে এসটিএফ। ব্যাগের মধ্য়েই ভরা ছিল পাইপ গান, পিস্তল, কার্তুজ। সঙ্গে সঙ্গে সে সব অস্ত্র বাজেয়াপ্ত করা হয়।

বুধবার ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হবে। কোথা থেকে তাঁর কাছে এত অস্ত্র এল, সেটাই জানার চেষ্টা করবে এসটিএফ। তদন্ত চলছে। তবে এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত ভোটের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন এসটিএফ-এর আধিকারিক। তিনি জানান, মাস কয়েক আগেও একই ভাবে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

Your Opinion

We hate spam as much as you do