Tranding

03:38 PM - 01 Dec 2025

Home / Other Districts / দীর্ঘ আন্দোলনে বেতন বাড়ল আশা - ICDS-অঙ্গনওয়াড়ি কর্মীদের! মূখ্যমন্ত্রীর ঘোষনা

দীর্ঘ আন্দোলনে বেতন বাড়ল আশা - ICDS-অঙ্গনওয়াড়ি কর্মীদের! মূখ্যমন্ত্রীর ঘোষনা

মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী, এপ্রিল থেকে আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা বাড়ছে ৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও ৭৫০ টাকা বাড়ানো হয়েছে এবং আইসিডিএস হেল্পারদের বেতন বেড়েছে ৫০০ টাকা । এতদিন একজন আশা কর্মী বেতন পেতেন ৪৫০ টাকা ৷ ৭৫০ টাকা বেড়ে এবার থেকে তিনি পাবেন ৫২৫০ টাকা । অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন ছিল ৮৩০০ টাকা । ৭৫০ টাকা বেড়ে এখন থেকে তাঁর বেতন হবে ৯০৫০ টাকা । আইসিডিএস হেল্পার পেতেন ৬৩০০ টাকা ৷ এখন বেতন বেড়ে হল ৬৮০০ টাকা ।

দীর্ঘ আন্দোলনে বেতন বাড়ল আশা - ICDS-অঙ্গনওয়াড়ি কর্মীদের! মূখ্যমন্ত্রীর ঘোষনা

দীর্ঘ আন্দোলনে বেতন বাড়ল আশা - ICDS-অঙ্গনওয়াড়ি কর্মীদের! মূখ্যমন্ত্রীর ঘোষনা


Wed, 06 Mar 2024

দীর্ঘ আন্দোলন চলছে আশা আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। বেতন বৃদ্ধির জন্য এদের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন বারবার দাবি জানিয়েছে। গত কয়েকদিন আগে কলকাতায় একটি বৃহৎ সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা মহঃ সেলিম। তিনিও এই মহিলা শ্রমজীবীদের বেতন বৃদ্ধির দাবি করেন


আজ সকালেই মূখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জী
 জানিয়েছিলেন বিশেষ ঘোষণা করবেন তিনি ৷ সেই মতো বুধবারের সকালে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন  । মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্যকর্মী সংগঠন ৷ তবে এই নামমাত্র বেতন বৃদ্ধিতে মোটেই খুশি নন নেতৃত্ব ৷ তাঁদের বাকি দাবিগুলো রাজ্য সরকারকে মেটাতে হবে বলে জানানো হয়েছে ৷


পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্যকর্মী সংগঠনের রাজ্য সভাপতি মধুজা সেন রায় বলেন, "বেতন বৃ্দ্ধির দাবি নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি ৷ এই দাবি মেনে ৭৫০ টাকা বৃদ্ধি করলে আমাদের সমস্যার কোনও সমাধান হবে না । তবুও মুখ্যমন্ত্রী বেতন বাড়িয়েছেন আমরা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ তবে আমাদের মূল দাবি, ন্যূনতম ২৬ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে । নির্বাচনের মুখে এই ঘোষণা আসলে ভোট বৈতরণী পার হওয়ার একটি রাস্তা ৷ সেটা আমাদের কর্মীরাও বোঝেন ৷ ফলে লাভের লাভ কিছু হবে না ৷ আমাদের দীর্ঘদিনের দাবিদাবাগুলিও মেটাতে হবে সরকারকে ।"

এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠনের নেতা অশোক দাস বলেন, "দীর্ঘদিন আমাদের এই দাবিতে আন্দোলন চলছিল ৷ তার জেরেই সামান্য কিছু বেতন বৃদ্ধি হল ৷ তবে এটা পর্যাপ্ত নয় । একজন আশা কর্মীকে ২৪ ঘণ্টা কাজে নিযুক্ত থাকতে হয় । অঙ্গনওয়াড়ি কর্মীদেরও দীর্ঘ সময় কাজ করতে হয় । এদের ন্যূনতম বেতন এবং সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে । যতদিন না এই সমস্ত দাবিদাওয়া মেটে আমাদের আন্দোলন চলবে ।"

সন্তানসম্ভবা মা ও সদ্যোজাত শিশুদের পুষ্টি-সহ শারীরিক দেখভাল এবং যত্ন নেওয়ার কাজ করে থাকেন আশাকর্মীরা ৷ পাশাপাশি ছোট শিশুদের পঠনপাঠন এবং তাদের পুষ্টি দিকে খেয়াল রাখেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা । বেতন বৃদ্ধির দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ৷ দোরগোড়ায় লোকসভা ভোট । ঠিক তার আগেই সকলকে চমকে দিয়ে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস হেল্পারদের বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী, এপ্রিল থেকে আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা বাড়ছে ৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও ৭৫০ টাকা বাড়ানো হয়েছে এবং আইসিডিএস হেল্পারদের বেতন বেড়েছে ৫০০ টাকা । এতদিন একজন আশা কর্মী বেতন পেতেন ৪৫০ টাকা ৷ ৭৫০ টাকা বেড়ে এবার থেকে তিনি পাবেন ৫২৫০ টাকা । অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন ছিল ৮৩০০ টাকা । ৭৫০ টাকা বেড়ে এখন থেকে তাঁর বেতন হবে ৯০৫০ টাকা । আইসিডিএস হেল্পার পেতেন ৬৩০০ টাকা ৷ এখন বেতন বেড়ে হল ৬৮০০ টাকা ।

Your Opinion

We hate spam as much as you do