Tranding

02:51 PM - 01 Dec 2025

Home / Other Districts / আসানসোলের কয়লা খনি ধসে মৃত ৩ আরও দেহ চাপা পড়ার আশঙ্কা

আসানসোলের কয়লা খনি ধসে মৃত ৩ আরও দেহ চাপা পড়ার আশঙ্কা

রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে কয়লা তুলতে যান মূলত মহিলারা। এরপর বেলা তিনটে নাগাদ ধস নামে। সেখানেই সাত থেকে দশজনের চাপা পড়ার আশঙ্কা ছিল

আসানসোলের কয়লা খনি ধসে মৃত ৩ আরও দেহ চাপা পড়ার আশঙ্কা

আসানসোলের কয়লা খনি ধসে মৃত ৩ আরও দেহ চাপা পড়ার আশঙ্কা 
 
 Oct 12, 2023 


আসানসোলে ইসিএল-এর খনিতে ধস, দুর্ঘটনা। জানা যাচ্ছে খনিতে কয়লা চুরি করতে গিয়ে বিপত্তি। বেশ কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধারের দাবিতে খনির সামনে বিক্ষোভ আম জনতার। রানিগঞ্জের আসানসোল দক্ষিণকুঁড়ির ঘটনা। 

রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে কয়লা তুলতে যান মূলত মহিলারা। এরপর বেলা তিনটে নাগাদ ধস নামে। সেখানেই সাত থেকে দশজনের চাপা পড়ার আশঙ্কা ছিল। গ্রামবাসীদের দাবি ছিল, ইসিএল কর্তা থেকে শুরু পুলিশ কেউ সাহায্য করেননি। 

Your Opinion

We hate spam as much as you do